আলাপ:রাম অর শ্যাম

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৩ বছর পূর্বে "সংশোধন" অনুচ্ছেদে

সংশোধন সম্পাদনা

@RakibHossain: নিবন্ধটি তৈরি জন্য ধন্যবাদ। নিবন্ধটিতে আমি কিছু ত্রুটি পেয়েছি। যেমন, সংখ্যাগুলি বাংলায় লেখা হয়নি (আজকে তৈরি আপনার অন্য নিবন্ধেও এই সমস্যা রয়েছে)। কিছু বাক্যের গঠন বাংলার মত না হয়ে ইংরেজির মত হয়েছে। একটু কষ্ট করে ঠিক করবেন। --আফতাবুজ্জামান (আলাপ) ২২:১১, ২ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান: ভাই, ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য কৃতঞ্জ। তবে মূলত আমি বিজয় বায়ান্ন কীবোর্ড ব্যবহার করি যার ফলসরুপ (1) কে (১) লেখা যাচ্ছে না/ পারছি না। তবে শীঘ্রই সমস্যা থেকে বেড় হয়ে আসবো আশা করি। ধন্যবাদ--রাকিব (আলাপ) ২২:২১, ২ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@RakibHossain: আচ্ছা। তবে দ্বিতীয় বাক্যগঠন বিষয়টি দেখবেন। --আফতাবুজ্জামান (আলাপ) ২২:২৪, ২ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন
"রাম অর শ্যাম" পাতায় ফেরত যান।