আলাপ:রাজনীতিবিদগণ

সাম্প্রতিক মন্তব্য: Moheen কর্তৃক ১ বছর পূর্বে "শিরোনাম" অনুচ্ছেদে

শিরোনাম সম্পাদনা

@Moheen ভাই। রাজনীতিবিদ শব্দটি প্রচুর প্রচলিত একটি শব্দ, এই বিশেষ্যের বহুবচন হতে পারে রাজনীতিবিদগণ। তাই এই নিবন্ধের ব্রাকেটে উপন্যাস লেখা থাকলেই ভালো হবে। Deloar Akram (আলাপঅবদানলগ) ১৮:০৪, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@DeloarAkram রাজনীতিবিদ নামে উইকিতে নিবন্ধ হলেও রাজনীতিবিদদের নিয়ে রাজনীতিবিদগণ নিবন্ধ হওয়ার সম্ভাবনা নেই, আমার মনে হয় অপ্রয়োজনে দ্ব্যর্থতা নিরসন করা উচিত নয়। এই নিবন্ধের ক্ষেত্রে নিবন্ধের শুরুতে এসম্পর্কিত একটি হ্যাটনোটও রাখা যেতে পারে। —শাকিল (আলাপ · অবদান) ১৮:৩৯, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil রাজনীতিবিদগণ নামে নিবন্ধ হওয়ার আশংকা না থাকলেও রাজনীতিবিদগণ আর রাজনীতিবিদ আদতে একই শব্দ। একটি শব্দের একবচন আর বহুবচন। আর এটি বহুল প্রচলিত শব্দ, সাধারণ অর্থে রাজনীতিবিদগণ শব্দ দ্বারা দেখার সাথে সাথেই সবার মনের মধ্যে চলে আসবে, এটি দ্বারা অনেক রাজনীতিবিদকে একসাথে বুঝাচ্ছে। কিন্তু ব্রাকেটে বই বা উপন্যাস শব্দ উল্লেখ থাকলে, সবাই এটির অর্থ আগের মত না বুঝে এটি একটি বই বা উপন্যাস সম্পর্কিত নিবন্ধ এটিই বুঝবে। উইকিতে এমন কমন শব্দের দ্ব্যর্থতা করা হয়, প্রচলন রয়েছে। Deloar Akram (আলাপঅবদানলগ) ১৯:১৭, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ঠিকাছে।   একমত ~মহীন (আলাপ) ০৮:৪৪, ১৫ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"রাজনীতিবিদগণ" পাতায় ফেরত যান।