আলাপ:ময়মনসিংহ প্রিমিয়ার লিগ

সাম্প্রতিক মন্তব্য: MdsShakil কর্তৃক ৩ বছর পূর্বে "আলোচনা" অনুচ্ছেদে

আলোচনা সম্পাদনা

@MdsShakil: আমিও মময়মনসিংহ জেলায় থাকি। কিন্তু আমার মনে হয়না, এমপিএল এর বিশেষ কোন উল্লেখযোগ্যতা আছে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার। আপনার কি মত, ব্যক্ত করুন। ~ নাহিয়ান আলাপ ১৮:০৬, ২০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Nahian: প্রথমত, দীর্ঘদিন পর ময়মনসিংহে কোন ক্রিকেট লিগ অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টটি জাতীয় সব গুরুত্বপূর্ণ পত্রিকার কভারেজ পেয়েছে, খেলাগুলো টিভিতে সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে আমার মনে হয় উল্লেখযোগ্যতা অনুসারে এটা স্থান পাওয়ার যোগ্য -শাকিল হোসেন আলাপ ১৮:১৩, ২০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil: জাতীয় পত্রিকায় স্থান পাওয়া/সরাসরি সম্প্রচার হওয়ার সাথে বিশ্বকোষে উল্লেখযোগ্যতা পাওয়া ভিন্ন ব্যপার। @আফতাবুজ্জামান: আফতাব ভাই, আপনি দেখুন। ~ নাহিয়ান আলাপ ১৮:১৮, ২০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
ঠিক আছে আলোচনা শেষ হোক, তারপরই নিবন্ধের কাজ ধরি আবার 🙄 -শাকিল হোসেন আলাপ ১৮:২২, ২০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil: তাই ভালো হবে। আপনি কি ময়মনসিংহের? ~ নাহিয়ান আলাপ ১৮:২৫, ২০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Nahian: হ ভাই, ময়মনসিংহের -শাকিল হোসেন আলাপ ১৮:২৯, ২০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@MdsShakil: আচ্ছা, ভালো। ~ নাহিয়ান আলাপ ১৮:৩২, ২০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আপাতত বলতে পারছি না। গুগল অনুসন্ধানে সংবাদ সম্মেলনের খবর ছাড়া আর কিছু পাইনি। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:১২, ২০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: ভাই, দেখুন [১] [২] [৩] [৪] [৫][৬] -শাকিল হোসেন আলাপ ১৯:১৮, ২০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Zaheen এবং NahidSultan: ~ নাহিয়ান আলাপ ১৯:২৩, ২০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ঘটনা) অনুযায়ী, যেহেতু এই ঘটনাটি এখনও অনুষ্ঠিত হয়নি, ঘটনাটির ভৌগোলিক ব্যাপ্তি সীমাবদ্ধ, এবং সর্বোপরি জাতীয় এমনকি স্থানীয় পর্যায়েও এর স্থায়ী বা দীর্ঘমেয়াদী প্রভাব এখনও অপ্রমাণিত, সে কারণে এই প্রতিযোগিতাটি শুরুর আগেই জাতীয় পত্রপত্রিকায় কিছু কভারেজ পেলেও এখনও উইকিপিডিয়াতে স্থান পাবার জন্য উল্লেখযোগ্য নয়। তার মানে এই নয় যে এটি একেবারেই অনুল্লেখ্য। অনুষ্ঠিত হবার মাসখানেক বা বছরখানেক পরে যদি এটির কোনও দীর্ঘমেয়াদী গুরুত্ব জাতীয় পর্যায়ের নির্ভরযোগ্য গণমাধ্যমে তাৎপর্যপূর্ণভাবে ও ব্যাপকভাবে আলোচিত হয়, তাহলে এটিকে আবার পুনর্বিবেচনা করা যেতে পারে। --অর্ণব (আলাপ | অবদান) ১৯:৩৪, ২০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Zaheen: ভাই, সেক্ষেত্রে নিবন্ধটি কি এখন অপসারিত হবে? -শাকিল হোসেন আলাপ ০৩:২৩, ২১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
আমার মনে হয় অপসারণের পক্ষে যুক্তিগুলি খুবই ভারী। আপাতত এই ঘটনাটি বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস বা সময়রেখার উপর কোনও নিবন্ধের স্থানীয় বা আঞ্চলিক পর্যায়ের অনুচ্ছেদে কয়েক লাইন বা পাদটীকা হিসেবে স্থান পেতে পারে। তবে যদি আপনার মনে হয় এই প্রতিযোগিতাটি ব্যাপক ভৌগোলিক ক্ষেত্র জুড়ে গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে, তাহলে সে ব্যাপারে একাধিক নির্ভরযোগ্য সংবাদ উৎস থেকে গতানুগতিক নয় এমন একাধিক প্রতিবেদনের বরাত দিয়ে এই ঘটনার উপরে আলাদা নিবন্ধ ভবিষ্যতে তৈরি করতে পারেন।--অর্ণব (আলাপ | অবদান) ০৪:৪৮, ২১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Zaheen: আচ্ছা, ধন্যবাদ ভাই -শাকিল হোসেন আলাপ ০৫:১২, ২১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
"ময়মনসিংহ প্রিমিয়ার লিগ" পাতায় ফেরত যান।