আলাপ:মঙ্গল (দেবতা)

সাম্প্রতিক মন্তব্য: Taher Almahdi কর্তৃক ১ বছর পূর্বে "মঙ্গলবার মঙ্গল দেবতার নামে নয়" অনুচ্ছেদে

মঙ্গলবার মঙ্গল দেবতার নামে নয় সম্পাদনা

“তার সম্মানার্থে সপ্তাহের একটি দিনের নাম মঙ্গলবার রাখা হয়েছে।”— এর তথ্যসূত্র কী? সপ্তাহের প্রতিটি দিনের নাম গ্রহের নাম থেকে নেওয়া হয়েছে, শুধু সোম নামটি উপগ্রহ চন্দ্রের নামে। তাই বিভ্রান্তিমূলক ও অসত্য তথ্যটি মুছে দেওয়া বাঞ্ছনীয়। তাহের আলমাহদী ০৬:২১, ১৩ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

"মঙ্গল (দেবতা)" পাতায় ফেরত যান।