আলাপ:ব্ল্যাক প্যান্থার (চলচ্চিত্র)/ভালো নিবন্ধ ১

সাম্প্রতিক মন্তব্য: Foysalur Rahman Shuvo কর্তৃক ৪ বছর পূর্বে "ভালো নিবন্ধের পর্যালোচনা" অনুচ্ছেদে

ভালো নিবন্ধের পর্যালোচনা সম্পাদনা

নিবন্ধ (সম্পাদনা | ইতিহাস) • নিবন্ধের আলাপ (সম্পাদনা | ইতিহাস) • নজরতালিকায় রাখুন

পর্যালোচক: Foysalur Rahman Shuvo (আলাপ · অবদান) ২৩:২৪, ১৫ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

কিছু পরামর্শ সম্পাদনা

সুপ্রিয় Bang Bang50 আমি সাধারণত দুইটি বিষয়ের উপর ভিত্তি করে ভালো নিবন্ধ এর পর্যালোচনা করে থাকি। নিচের সমস্যাগুলো সমাধান করতে পারলে আমি আপনার উক্ত নিবন্ধটিকে ভালো নিবন্ধ হিসেবে ঘোষণা করবো।

  • রচনাশৈলী:
    • আপনার রচনাশৈলী মোটেও ভালো হয়নি, বরং এটি কিছুটা যান্ত্রিক হয়েছে।
    • আপনি অনেকক্ষেত্রে এমন অনেক ইংরেজি শব্দ ব্যবহার করেছেন যার অনেক সুন্দর অর্থ রয়েছে।
    • নিবন্ধটির ভূমিকাংশ পুনঃলিখন করতে হবে, কেননা এটি পুরো যান্ত্রিক হয়েছে।
    • আপনি কি বলতে পারেন, আপনি কেনো ভূমিকাংশের উপরে ব্লাক প্যান্থার এর দ্যার্থতা পাতা আছে বলে টীকা দেখিয়েছেন? এটি অযাচিত সম্পাদনা হয়েছে, কেননা ব্লাক প্যান্থার এর দ্যার্থতা নিরসন পাতা কোনোদিনি ছিল না।
  • সম্প্রসারণ:
    • উক্ত নিবন্ধের মঞ্চগুলো অনুচ্ছেদ পুনঃলিখন প্রয়োজন এটি যান্ত্রিক মনে হয়েছে।
  • তথ্যসূত্র:
    • নিবন্ধটির ২৮৫ নং তথ্যসূত্রের কোনো মূল(প্যারেন্টাল অংশ) নেই তাই একে অপসারিত করুন।

(টীকা:মনে রাখবেন যদি আপনার নিবন্ধটি ভালো নিবন্ধ হিসেবে জায়গা পায় তবে তা বাংলা উইকির ভাবমূর্তি বহন করবে)এফ আর শুভ(বার্তা দিন) ০৫:৪৫, ১৭ মে ২০২০ (ইউটিসি)

"ব্ল্যাক প্যান্থার (চলচ্চিত্র)/ভালো নিবন্ধ ১" পাতায় ফেরত যান।