আলাপ:ফৌজদারহাট ক্যাডেট কলেজ

সাম্প্রতিক মন্তব্য: Rafi Bin Tofa কর্তৃক ৬ বছর পূর্বে "তথ্যসূত্র প্রয়োজন" অনুচ্ছেদে

তথ্যসূত্র যোগ করার নিয়ম সম্পাদনা

নিবন্ধে "উৎস" উপশিরোনাম তৈরি করে যেভাবে তথ্যসূত্র যোগ করা হয়েছে, সেটা আসলে নিয়ম নয়। প্রকৃত নিয়মটা জানতে পারবেন এখানে। আর বাংলায় বিস্তারিত লিখেছিলাম হেমায়েত ভাইয়ের আলাপ পাতায়। বুঝতে সমস্যা হলে আমার আলাপ পাতায় জানাতে পারেন।

আর, কোনো প্রতিষ্ঠানের স্ব-প্রকাশিত প্রসপেক্টাস, বার্ষিকী, কিংবা লিফলেট উইকিপিডিয়ার নিয়মানুযায়ী নির্ভরযোগ্য তথ্যসূত্র নয়। বিস্তারিত জানুন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৮:১০, ১১ জুন ২০১১ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র প্রয়োজন সম্পাদনা

মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজ অংশটি অনেক বড় এবং নিবন্ধটির প্রায় বেশিরভাগ জায়গা এটি দখল করে আছে এবং অংশটির তথ্যগুলোও গুরুত্বপূর্ণ। কিন্তু কোন তথ্যসূত্র এতে দেয়া হয়নি। এখানে তথ্যসূত্র প্রয়োজন।- রাফি (আলাপ) ০৯:৩১, ৩০ এপ্রিল ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

"ফৌজদারহাট ক্যাডেট কলেজ" পাতায় ফেরত যান।