আলাপ:ফুচকা

সাম্প্রতিক মন্তব্য: Ragib কর্তৃক ১৫ বছর পূর্বে "পুর" অনুচ্ছেদে

পুর সম্পাদনা

ফুচকার পুর হিসাবে বাংলাদেশে যা দেয়া হয়, তা চটপটিরই হালকা সংস্করণ। মোট কথা, আলুর চাইতে তাতে মটরই বেশি থাকে। দেখা যাচ্ছে, এলাকা ভেদে পুর- এর পার্থক্য আছে। এ ক্ষেত্রে ফুচকার রন্ধন পদ্ধতির অধীনে বিভিন্ন এলাকার পুর ও অন্যান্য উপকরণের সাব-সেকশন করা যেতে পারে। --রাগিব (আলাপ | অবদান) ০৭:৪৮, ১ মার্চ ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

"ফুচকা" পাতায় ফেরত যান।