আলাপ:প্যারা হরিণ

সাম্প্রতিক মন্তব্য: Khaled0147 কর্তৃক ১২ বছর পূর্বে
  1. প্যারা এই পরিভাষাটার উৎস কি? এটা কি বাংলাদেশে প্রচলিত শব্দ ? নাহলে একটা পরিভাষিক তথ্য সূত্র লাগবে। বারশিঙ্গা সমসদে আছে আর প্রচুর ব্যবহার হয়। হয়তো আমার অজ্ঞতা প্যারা হরিণ আগে শুনি নি ।
  1. হরিণ নিবন্ধগুলির বিষয়শ্রেণীতে প্রচুর ডুপ্লিকেশন হয়ে যাচ্ছে যেমন হরিণ বলে দিলেই যুগ্মখুর চতুষ্পদ অলরেডি কভার হয়ে গেল। তার পর আর খুর ... বিষয়শ্রেণী লাগেনা ।--সপ্তর্ষি(আলাপ | অবদান) ১২:৩৫, ২৫ মার্চ ২০১২ (ইউটিসি)উত্তর দিন

প্যারা হরিণ বাংলাদেশের প্রাণীবিদদের মাঝে Hog Deer এর বহুল ব্যবহৃত একটি পরিভাষা। বাংলাদেশের যেসব অঞ্চলে Hog Deer সংরক্ষিত, সেসব অঞ্চলেও এরা প্যারা হরিণ নামে নিবন্ধিত ও প্রদর্শিত হয়ে আসছে। ভারতে Hog Deer কি নামে পরিচিত তা জানা নেই।

হরিণবিষয়ক নিবন্ধগুলোতে আসলেই বিষয়শ্রেণীর ওভারল্যাপিং হচ্ছে। Khaled0147 (আলাপ) ১৪:৩৫, ২৫ মার্চ ২০১২ (ইউটিসি)উত্তর দিন

"প্যারা হরিণ" পাতায় ফেরত যান।