আলাপ:পাকিস্তানের প্রাক্তন প্রশাসনিক ইউনিটসমূহ

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৩ বছর পূর্বে "শিরোনাম পরিবর্তন, আবার" অনুচ্ছেদে

শিরোনাম পরিবর্তন সম্পাদনা

@MS Sakib: নিবন্ধের শিরোনাম পরিবর্তন করে পাকিস্তানের সাবেক প্রশাসনিক ইউনিটসমূহ করলে কেমন হয়? কেননা, উক্ত নিবন্ধে Units দ্বারা রাজ্য, প্রদেশ ও অঞ্চলকে বুঝানো হচ্ছে, অর্থাৎ শুধুমাত্র অঞ্চলকে বুঝানো হচ্ছে না। অনুগ্রহ করে মতামত দিন৷ @MustafaKamal: ভাই, আপনারও মতামত আশা করতেছি কারণ পাকিস্তানের প্রশাসনিক অঞ্চল নিবন্ধটি আপনার তৈরি। এছাড়াও, বাংলা উইকিপিডিয়ায় en:template:Former administrative units of Pakistan এর জন্য টেমপ্লেট:পাকিস্তানের সাবেক প্রশাসনিক ইউনিট নামে একটি টেমপ্লেটও রয়েছে। — রিয়াজ (আলাপ) ১৯:৩৮, ৫ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@RiazACU: প্রাক্তন আর সাবেক শব্দদ্বয়ের মধ্যে তেমন কোন পার্থক্য নেই। একটির পরিবর্তে অন্যটির ব্যবহার করা যেতে পারে। সাবেক শব্দটি আরবি সাবিক শব্দ থেকে এসেছে, যার অর্থ প্রাচীন বা পুরনো। একই অর্থ প্রাক্তন শব্দের মাধ্যমেও বুঝায়। সুতরাং এক্ষেত্রে আমি এ নিবন্ধের লেখক হিসেবে MS Sakib এর সিদ্ধান্তকে প্রাধান্য দিব। ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ০১:০৩, ৬ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@MustafaKamal: ভাই, আমি মূলত নিবন্ধের শিরোনাম থেকে অঞ্চলসমূহ শব্দের পরিবর্তে ইউনিট বা ইউনিটসমূহ শব্দের ব্যবহার করার ক্ষেত্রে সম্মতি দিতে চাচ্ছি, যেটির কারণ প্রথম অনুচ্ছেদে উল্লেখ করেছি। দ্বিতীয়ত, প্রাক্তন বা সাবেক শব্দের ব্যবহার নিয়ে তেমন সমস্যা নেই, তবে সাবেক শব্দটি ব্যবহার করলে মানানসই হবে মনে হচ্ছে। এক্ষেত্রে আপনার মতামত আশা করতেছি। — রিয়াজ (আলাপ) ০৬:০১, ৬ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@RiazACU এবং MustafaKamal: দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আসলে আমি নিজেই এই নিবন্ধের শিরোনাম নিয়ে দ্বিধায় ছিলাম। তাই আফতাব ভাইকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেছিলাম সাবেক কিংবা প্রাক্তন এককসমূহ দিব কিনা। তিনি বলেছিলেন একক-এর বদলে অঞ্চল দিতে। তাই @আফতাবুজ্জামান: ভাইয়ের মতামত কামনা করছি।~ ♦MS_Sakib♦ (কিছু বলবেন?) ০৬:৪৩, ৬ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@RiazACU: দুঃখিত ভাই, আমি ইউনিটের ব্যাপারটা খেয়াল করি নি। আমার মতে ইউনিটসমূহ নয়, বরং এককসমূহ ব্যবহার করা যেতে পারে। কারণ ইউনিট মূলত বাংলা শব্দ নয়। আর আফতাব ভাই কেন এককসমূহ না দিয়ে অঞ্চলসমূহ দিতে বলেছেন, তার ব্যাখ্যা তিনিই ভাল দিতে পারবেন। এছাড়া প্রাক্তন/সাবেক ব্যবহারের ক্ষেত্রে আমাদের MS Sakib এর সিদ্ধান্তকেই প্রাধান্য দেয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ১৪:৩১, ৬ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন
আচ্ছা, তবে এককই দিন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৫৪, ৬ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান, MS Sakib, এবং MustafaKamal: ভাই, নিবন্ধটির শিরোনাম পাকিস্তানের সাবেক প্রশাসনিক ইউনিটসমূহ নাকি পাকিস্তানের সাবেক প্রশাসনিক এককসমূহ কোনটি করা উচিত? যদিও, ইউনিট শব্দটি বাংলা নয় তবে শব্দটি বাংলায়ও বেশ প্রচলিত। তাছাড়া পাকিস্তানের সাবেক প্রশাসনিক এককসমূহ ব্যবহার করলে আমার মনে হয় নিবন্ধের বিষয়বস্তু সম্পর্কে তেমন ধারণা পাওয়া যাচ্ছে না। তাই ইউনিট ব্যবহার করলে ভালো হবে মনে হচ্ছে। এছাড়াও, বাংলা উইকিপিডিয়ায় en:template:Former administrative units of Pakistan এর জন্য টেমপ্লেট:পাকিস্তানের সাবেক প্রশাসনিক ইউনিট নামে একটি টেমপ্লেটও অনেক আগে থেকেই রয়েছে।— রিয়াজ (আলাপ) ১৮:২৪, ৬ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন
এছাড়াও en:One Unit নিবন্ধের জন্য বাংলায় এক ইউনিট ব্যবস্থা নামেও একটি নিবন্ধ রয়েছে। তাহলে কোন নামটি দিলে ভালো হয়? — রিয়াজ (আলাপ) ১৮:৩৮, ৬ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন
দেন একটি, দুইটাই চলে। --আফতাবুজ্জামান (আলাপ) ০০:১৯, ৭ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@RiazACU, MustafaKamal, এবং আফতাবুজ্জামান: ইউনিটসমূহ-তে স্থানান্তরিত   করা হয়েছে। ধন্যবাদ। ~ ♦MS_Sakib♦ (কিছু বলবেন?) ০৫:১২, ৭ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

শিরোনাম পরিবর্তন, আবার সম্পাদনা

@MustafaKamal, MS Sakib, RiazACU, এবং আফতাবুজ্জামান: আলোচনাটি আবার শুরু করলাম। আগের আলোচনায় এক ইউনিট ব্যবস্থার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা একটি ধারণার নাম। এ জন্য এটি সহ আরও অন্যান্য যেসব জায়গায় "unit" শব্দটি আছে, তাতে বাংলায় "ইউনিট" রাখতে হবে, এমন কোনো কথা নেই। "এক ইউনিট" ব্যবস্থায় "এক একক" ভালো শোনায় না, তাই "হয়তো" এরূপ ঐতিহাসিক বাংলাকরণ। কিন্তু তাই বলে "প্রশাসনিক একক"কে "প্রশাসনিক ইউনিট"ও করা যায় না। উল্লেখ্য, শুধু পাকিস্তান নয়, তিরানা প্রভৃতি কিছু ছোট ছোট অঞ্চলের অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট নামে কিছু নিবন্ধ রয়েছে। কাজেই বর্তমান আলোচনার সিদ্ধান্ত ভবিষ্যতের ওই নিবন্ধগুলোকেও প্রভাবিত করবে। — আদিভাইআলাপ১৪:৩০, ১৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Meghmollar2017 কোন নামে স্থানান্তর করলে উপযুক্ত হবে সেটা কারণসহ বলেন তাহলে সুবিধা হবে। আর হ্যাঁ, বর্তমান শিরোনামটি এক ইউনিট ব্যবস্থার ওপর ভিত্তি করে স্থানান্তর করা হয়নি। স্থানান্তরের জন্য আমি উপরে আরও বিভিন্ন নিবন্ধ এবং টেমপ্লেটের নাম তুলে ধরেছি। রিয়াজ (আলাপ) ১৬:০৬, ১৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@RiazACU: হ্যাঁ, ভাইয়া, টেমপ্লেটগুলো দেখেছি। তবে বিষয়শ্রেণী, এমনকি টেমপ্লেটগুলোর ক্ষেত্রেও একক শব্দটি ব্যবহারের প্রস্তাব দিচ্ছি। কারণ Administrative Unit শব্দটির পরিভাষা হিসেবে বাংলাদেশের ক্ষেত্রেও "প্রশাসনিক একক" শব্দগুচ্ছ ব্যবহৃত হয়। এক্ষেত্রে অবশ্য "প্রশাসনিক ইউনিট"ও সমান তালে যায়, তবুও "একক" ব্যবহারের পক্ষপাতী। বাংলা থাকতে শুধু শুধু ইংরেজি কেন? — আদিভাইআলাপ১৬:৫০, ১৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017: আচ্ছা সমস্যা নেই, প্রশাসনিক একক নামে করা যায়। অন্যরাও কি বলে দেখেন। — রিয়াজ (আলাপ) ১৭:২৫, ১৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017: ভাই, আমার পূর্ববর্তী ব্যাখ্যা একক এর পক্ষেই ছিল, এখনও সেটাতেই আমার অভিমত। ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ১৭:৪১, ১৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017, MustafaKamal, এবং RiazACU: একক আর ইউনিট— দুটোর উপরেই আমার সমর্থন রয়েছে। কিন্তু উপরিউক্ত আলোচনায় যেহেতু অধিকাংশজন এককের উপরেই মতামত দিয়েছেন তাই আমিও এককের উপর সমর্থন দিচ্ছি। তবে @আফতাবুজ্জামান: ভাইয়ের মতামত কামনা করছি। ≈ MS Sakib  «আলাপ» ০৩:০৭, ১৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
আচ্ছা। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:১৩, ১৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
"পাকিস্তানের প্রাক্তন প্রশাসনিক ইউনিটসমূহ" পাতায় ফেরত যান।