আলাপ:নাজিরপুর উপজেলা

সাম্প্রতিক মন্তব্য: Sakib Jamal কর্তৃক ৪ বছর পূর্বে "নাজিরপুর উপজেলা" অনুচ্ছেদে

সম্পাদনা বাতিলের ব্যাখ্যা সম্পাদনা

মুস্তাফা কামাল ভাই, sakib ভাই তার সম্পাদনার ৮৬ নম্বর লাইনে তার নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন। যেটি স্পষ্টত ধ্বংসপ্রবণতা। ৮৬ নম্বর লাইনের সম্পাদনার কারণে তার অন্যান্য সম্পাদনাও সন্দেহযুক্ত হয়ে পরেছে। তাছাড়া তিনি বিভিন্ন পাতায় কৌশলে তার নিজের নাম অন্তর্ভুক্ত করে যাচ্ছেন। সম্পাদনা ইতিহাস দেখলেই বুঝতে পারবেন। -ইয়াহিয়া (আলাপ) ১৭:৫১, ৬ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@Ieahhiea: ব্যাখ্যার জন্য ধন্যবাদ। তবে আপনি নাজিরপুর উপজেলা নিবন্ধের কৃতি ব্যক্তিত্ব পরিচ্ছেদ থেকে সাকিব জামাল নামটা মুছে দিলেই পারতেন। আপনি আমার সম্পাদনাটি পূর্বাবস্থায় ফেরত নেওয়ায় তথ্যসূত্র সম্বলিত বেশি কিছু লিখা বাতিল হয়ে গেছে। পরবর্তীতে খেয়াল করার অনুরোধ রইল। ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ১৭:৫৮, ৬ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

নাজিরপুর উপজেলা সম্পাদনা

নাজিরপুর উপজেলায় আমার নাম যোগ করা অপরাধ হয়েছে মেনে নিলাম। সারা উইকিপিডিয়ার কোথাও আমার নাম না থাকলে আপনি খুশি হবেন বোধহয়! আমি কৌশলে কাজটি করতে পারি তবে অপ্রসাঙ্গিক ভাবে করি নি!

উপরন্তু, কৃতি ব্যক্তি শুধু রাজনীতিবিদগন, আর কেউ নয়! হাস্যকর!!! সাকিব জামাল (আলাপ) ০৪:৪৮, ৭ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

"নাজিরপুর উপজেলা" পাতায় ফেরত যান।