আলাপ:ধর্মের সমালোচনা

ধর্ম ও বিজ্ঞান সম্পাদনা

প্রথমেই বলে রাখা ভালো যে, ধর্ম ও বিজ্ঞান দুইটা আলাদা বিষয়।একটা দিয়ে আরেকটা বিচার করা সম্ভব নয়।ধর্ম এর অনেক কিছু বিজ্ঞান ও প্রযুক্তির ভাষায় কাল্পনিক বা ভৌতিক।যার প্রমাণ বিজ্ঞানের কাছে নেই।আর ধর্ম এর মাঝে বিজ্ঞান, আধ্যাত্মিকতা,ভবিষৎবাণী,ইত্যাদি আছে।তাই বিজ্ঞান ধর্মীয় কিতাব থেকে দিক নির্দেষনা পেলেও তারা তাদের আপন গতিতেই চলে।

"ধর্মের সমালোচনা" পাতায় ফেরত যান।