আলাপ:দ্য কপিল শর্মা শো

সাম্প্রতিক মন্তব্য: WAKIM কর্তৃক ৪ বছর পূর্বে "ভুল বানান প্রসঙ্গ" অনুচ্ছেদে

ভুল বানান প্রসঙ্গ সম্পাদনা

শ্রদ্ধেয় @WAKIM: ভাই এর সাথে আমি দিমত পোষণ করছি এখানে কপিল না হয়ে কাপিল হবে। পূর্বে @আফতাবুজ্জামান: ভাই একবার বলেছিলেন আমরা উইকি বানান ক্ষেত্রে স্থানীয় উচ্চারণ এর ক্ষেত্রকে প্রাধান্য দিয়ে থাকি। আপনি যদি সনি টিভি দেখে থাকেন সেখানে স্থানীয় উচ্চারণ দ্যা কাপিল শর্মা শো বলে থাকেন। তাছাড়া উইকিপিডিয়া কমন্সেও দ্যা কাপিল শর্মা শো নামে লোগো আপলোড করা হয়েছে।এফ আর শুভ (আলাপ) ১৪:৪২, ২৮ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

কপিল বাংলায় অধিক প্রচলিত একটি শুদ্ধ বানান। এটি মূলত একজন বৈদিক ঋষির নাম। এই নামে একাধিক উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ রয়েছেন। তাদের নামগুলোও খেয়াল করুন। তাছাড়া বাংলাদেশী ও ভারতীয় সংবাদপত্রেও এই ব্যক্তিকে নিয়ে সংবাদগুলো দেখুন।--ওয়াকিম (আলাপ) ১৫:০৯, ২৮ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
"দ্য কপিল শর্মা শো" পাতায় ফেরত যান।