আলাপ:ঢাকায় পানি সরবরাহ ব্যবস্থা

সাম্প্রতিক মন্তব্য: Babushoeb কর্তৃক ৬ বছর পূর্বে "নিবন্ধ সম্পর্কে" অনুচ্ছেদে

নিবন্ধ সম্পর্কে সম্পাদনা

প্রিয় @Babushoeb: উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে এই নিবন্ধটি অনুবাদে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। তবে প্রতিযোগিতার নিয়ম অনুসারে, আপনাকে পুরো ইংরেজি নিবন্ধটি অনুবাদ করতে হবে। আপনার অনুবাদ ভালো হয়েছে তবে ইংরেজি নিবন্ধের বেশ কয়েকটি অনুচ্ছেদ আপনি বাদ দিয়েছেন এবং কয়েকটি অনুচ্ছেদ সম্পূর্ণ অনুবাদ করেননি। দয়া করে প্রতিযোগিতা চলাকালীন সময়ের মধ্যে নিবন্ধটি সম্পূর্ণ অনুবাদ শেষ করুন এবং এখানে জানান (না জানালেও আমরা মাঝে মাঝেই অসম্পূর্ণ নিবন্ধগুলো চেক করি সুতরাং আপনি সংশোধন করলেই আমরা দেখবো)। পুনরায় জমা দেওয়ার প্রয়োজন নেই। আমি পুনরায় পর্যালোচনা করে দেব। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:৫৬, ৯ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় @NahidSultan: নিবন্ধটি পর্যালোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি নিবন্ধটির বাকি অনুচ্ছেদটি অনুবাদ করেছি। একবার দেখার আনুরধ রইল। মনে করছি নিবন্ধটিতে আর কোন সমস্যা নেই। Babushoeb (আলাপ) ০৭:১২, ১৩ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ কিন্তু আমি পুরোটা দেখিনি কয়েকটি অনুচ্ছেদে আপনি বেশ কিছু লাইন বাদ দিয়ে অনুবাদ করেছেন (যেমন, ইংরেজি Flooding অনুচ্ছেদ)। দয়া করে পুনরায় ইংরেজির সাথে আপনার অনুবাদ করা অনুচ্ছেদগুলোর লাইন মিলিয়ে নিন এবং পুরো নিবন্ধটি সম্পূর্ণ করুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৩৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
এবং এটি শেষ করার পর ধৈর্য্য ধারন করুন, আমরা সবাই স্বেচ্ছাসেবক সেহেতু সবারই নিবন্ধগুলো পর্যালোচনা করতে একটু সময় লাগতে পারে। একটি শেষ করে, অন্য আর একটি লেখা শুরু করে দিতে পারেন, পর্যালোচক অবশ্যই সব নিবন্ধ পর্যালোচনা করবেন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৩৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
@NahidSultan: অনুচ্ছেদগুলো আগেই সংশোধন করা হয়েছিল কিন্তু সম্ভাবত ইন্টারনেট সংক্রান্ত সমস্যার কারণে প্রকাশ হয় নি। বর্তমানে ভুলগুলো সংশোধন করে দিয়েছি। পুনরায় দেখার আনুরধ রইল। ধন্যবাদ। Babushoeb (আলাপ) ০৯:০২, ১৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
"ঢাকায় পানি সরবরাহ ব্যবস্থা" পাতায় ফেরত যান।