আলাপ:টুজি

সাম্প্রতিক মন্তব্য: Nhasive কর্তৃক ১০ বছর পূর্বে "নাম নিয়ে সমস্যা" অনুচ্ছেদে

নাম

সম্পাদনা

নামের সাথে ইংরেজিটা নিবন্ধের ভিতরে রাখলেই মনে হয় ভালো হয়। তাছাড়া টুজি হওয়ার কথা। কারণ মূল নামে দুটোর মধ্যে স্পেস নেই। — তানভির আলাপ অবদান ০৫:১০, ৭ নভেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

নাম নিয়ে সমস্যা

সম্পাদনা

সকল জায়াগায় ইংরেজি 2G কে লিখা হয় পাশাপাশি কোন স্পেস ছাড়া। এখানে 2 ইংরেজি ডিজিটটির পর G বসেছে। তাই বাংলাতেও বাংলা ২ ডিজিটটার পাশে কোন স্পেস ছাড়াই জি বসাতে হবে। বেশির ভাগ মানুষই ইন্টারনেটে 2G কে বাংলায় ২জি লিখেই সার্চ করবে বলা যায়। অনেকেই হয়তো টু জি লিখে সার্চ করবে না (টু জি এর মাঝখানের স্পেসটি একটি অন্তরায়) । টুজি লিখার চেয়ে মনে হয় ২জি ই বেশি মানানসই। তাই টু জি নামের নিবন্ধটিকে ২জি তে পূর্ণনিদের্শ করে দিলাম। --তারেক মাহবুব (talk) ১৫:০৭, ৭ নভেম্বর ২০০৯ (ইউটিসি)তারেক মাহবুবউত্তর দিন

কিন্তু বাংলা সংখ্যায় ২ লিখলে উচ্চারণ হবে দুইজি; যা আসল নাম নয়, তাই ইংরেজি প্রতিবর্ণীকরণের দিকে মত; অর্থাৎ, টুজি। ব্যাখ্যা তো নিবন্ধের ভেতরে থাকবেই। উইকিপিডিয়ায় আগেও এমনটা অনুসরণ করা হয়েছে, যেমন 20th Century Fox কে লেখা হয়েছে টোয়েন্টিন্থ সেঞ্চুরি ফক্স। নাম প্রতিবর্ণীকরণ করে হলেও অবিকৃত রাখার দিকে মত। — তানভির আলাপ অবদান ১৭:১৩, ৭ নভেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
ব্যপারটি হয়তো দৃষ্টি এড়িয়ে গেছে। একটু দেখার ও মন্তব্য করার অনুরোধ। — তানভির আলাপ অবদান ০৪:৩৬, ৯ নভেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
নামটি আসলে টুজি হলেই ভালো হয়..২জি ঠিক মিলে না..--নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ১৮:৫২, ২০ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
"টুজি" পাতায় ফেরত যান।