আলাপ:জিংক

সাম্প্রতিক মন্তব্য: MS Sakib কর্তৃক ৩ বছর পূর্বে "নিবন্ধের নামকরণ" অনুচ্ছেদে

নিবন্ধের নামকরণ সম্পাদনা

@আফতাবুজ্জামান: দস্তা করা হোক -- ━ কুউ পুলক (আলাপ) ১৮:৪২, ১২ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@MS Sakib -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৫৮, ১২ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান এবং কুউ পুলক: আমি নিজেই আগে একবার দস্তা করেছিলাম। কিন্তু উইকির বাইরে কেউ কেউ বলেছিল্বন, "এটা যেহেতু ধাতুর চেয়ে রসায়ন পাঠে মৌল হিসেবে বেশি ব্যবহৃত হয় এবং মৌল হিসেবে যেহেতু সকল বই-পুস্তকে "জিংক" লিখা হয়, তাই জিংক নামে স্থানান্তর করা উচিৎ"। তাই, আমার মনে হয়, এখানে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া ভালো। আমি এক্ষেত্রে নিরপেক্ষ। ≈ MS Sakib  «আলাপ» ১৯:২১, ১২ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"জিংক" পাতায় ফেরত যান।