আলাপ:ঙ্গোগে ওয়া থিয়ঙ'অ

সাম্প্রতিক মন্তব্য: Faizul Latif Chowdhury কর্তৃক ২ বছর পূর্বে "নামের বানান ঠিক করা হলো" অনুচ্ছেদে

নামের বানান ঠিক করা হলো সম্পাদনা

অধ্যাপক Ngugi wa Thiong'o-এর ওপর এ নিবন্ধটি শুরু করার সময় আমি প্রতিবর্ণ মাফিক লিখেছিলাম নগুগি ওয়া থিয়োঙ্গ'ও। পরিবর্তন করে করা হয়েছে ঙ্গুগি ওয়া থিয়ঙো। কারণ ব্যাখ্যা করা হয় নি। ... আজ ২০২১ নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। সম্ভাবনা আছে এবার তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পাবেন। তাই এই নিবন্ধের শিরোনাম শুদ্ধ করা দরকার। বাংলাভাষায় ঙ্গু দিয়ে কোনো শব্দ শুরু হয় নি। ঙ, ং, ঙ্গ ইত্যাদি দিয়ে কোনো শব্দ শুরু হয়েছে বলেও জানি না। চন্দ্রবিন্দু দিয়েও নয়। যিনি ঙ্গুগি লিখেছেন তিনি কী করে, কোন রীতিমাফিক, এটা উচ্চারণ করছেন ভেবে বিস্মিত হচ্ছি! যাই হোক, Ngugi wa Thiong'o নিজের নাম বলার সময় উচ্চারণ করেছেন “গুগি ওয়া-থিয়োঙ্গো”। তাঁর জন্মসূত্রীয় নাম ছিল জেইমস ওয়া-থিয়োঙ্গো। তা পরিবর্তন করে গুগি ওয়া-থিয়োঙ্গো করার কারণও এক সাক্ষাৎকারে ব্যক্ত করেছেন। দেখা যাচ্ছে আফ্রিকী উচ্চারণে N উহ্য থাকে। বাংলাতেও থাকুক। আর Thiong'o এর বেলায় g তো উচ্চারণ করা হয়। কেন থিয়ঙো লেখা হবে? সুতরাং নিবন্ধের শিরোনাম পরিবর্তন করে গুগি ওয়া থিয়োঙ্গো করা হলো। — Faizul Latif Chowdhury (আলাপ) ০৬:২৬, ৭ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

"ঙ্গোগে ওয়া থিয়ঙ'অ" পাতায় ফেরত যান।