আলাপ:কিউবেব

সাম্প্রতিক মন্তব্য: Kazi Moitry কর্তৃক ৭ বছর পূর্বে "পুনরায় পর্যালোচনা:" অনুচ্ছেদে

অনুবাদ সংক্রান্ত সম্পাদনা

সুধী, নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭-এ অংশ নিয়ে কিউবেব নিবন্ধটি অনুবাদে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। দয়া করে, উইকিপিডিয়া উইন্ডোর ডান দিকে উপরে প্রদর্শিত টুলবারে "আমার অবদান" নামক ট্যাব থেকে "অনুবাদক" টুলটি সক্রিয় করে নিন। অনুবাদক টুলটি সেখানে দেখা না গেলে "আমার পছন্দ" অর্থাৎ উইকিপিডিয়ার সেটিংস এ গিয়েও আপনি টুলটি সক্রিয় করে নিতে পারবেন। তারপর পুরো অনুবাদটি অনুবাদকের সাহায্যে সম্পন্ন করুন। বর্তমান অনুবাদ অসম্পূর্ণ এবং তাতে অনুচ্ছেদগুলোর বিন্যাস যথাযথভাবে নেই। এবং মিডিয়া ফাইলগুলিও (ছবিসহ) মিসিং আছে। অনুবাদকের সাহায্যে অনুবাদ করলে আপনি সঠিক বিন্যাসে সঠিক রেফারেন্স সহ ছবি রেখে অনুবাদ চালিয়ে যেতে পারবেন।

আর তাছাড়া, আপনার অনুবাদকৃত নিবন্ধটিতে কোন রেফারেন্স বা তথ্যসূত্রও নেই। যার কারণে নিবন্ধটি যে কোন সময় অপসারণ করা হতে পারে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - - মৈত্রী (আলাপ) ১৩:৫২, ১৯ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

পুনরায় পর্যালোচনা: সম্পাদনা

নিবন্ধটি প্রথমবার পর্যালোচনা করার ৭ দিন পরে পুনরায় পর্যালোচনা করা হয়েছিল। এখন অভিজ্ঞ অন্য পর্যালোচকের অভিমত/হস্তক্ষেপ প্রয়োজন-- মৈত্রী (আলাপ) ১৪:৩৭, ২৬ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

"কিউবেব" পাতায় ফেরত যান।