আলাপ:ইয়ং-এর গুণাঙ্ক

সাম্প্রতিক মন্তব্য: Frdayeen কর্তৃক ১৬ বছর পূর্বে

Directional materials এর বাংলা কি হতে পারে? অনুগ্রহ করে suggestion দিন।--দায়ীন(আলাপ)/(অবদান) ১০:৪৬, ৩০ ডিসেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

পশ্চিমবঙ্গের বাংলায় তথা ভারতের বিভিন্ন ভাষায় "দিশাত্মক" ব্যবহার করা হয়। অর্থাৎ যার দিশা বা দিক বিষয়ক বিশেষ ধর্ম আছে। আরও সহজ বাংলায় "দিকধর্মবিশিষ্ট" বা "দিকধর্মী"। -অর্ণব (আলাপ | অবদান) ১১:১১, ৩০ ডিসেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন
ইয়ং গুণাঙ্ক না হয়ে ইয়ং-এর গুণাঙ্ক হওয়া উচিত। কোথাও ইয়ং মডুলাস বলে না ইয়ং'স মডুলাস বলে।--μακσυδআলাপ ১৫:৪১, ৩০ ডিসেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন
সহমত। কলেজের পদার্থবিজ্ঞানের বইতেও তাই পড়েছি। --রাগিব (আলাপ | অবদান) ১৯:৩৯, ৩০ ডিসেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন
ডঃ শাজাহান তপন স্যার এর বই এ আছে ইয়ং গুনাঙ্ক, ডঃ তফাজ্জল হোসেন স্যারের বইয়ে আছে ইয়ং এর গুনাঙ্ক। যেহেতু শাজাহান স্যার এর বই দেখে শুরু করে ছিলাম তাই ইয়ং গুনাঙ্ক ব্যবহার করেছিলাম, এবং অন্যগুলোকে REDIRECT করে দিয়েছিলাম । সরিয়ে নিতে আপত্তি নেই।--দায়ীন(আলাপ)/(অবদান) ১১:০৪, ৩১ ডিসেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন
"ইয়ং-এর গুণাঙ্ক" পাতায় ফেরত যান।