আলাপ:আসামের গামছা

সাম্প্রতিক মন্তব্য: শরদিন্দু ভট্টাচার্য্য কর্তৃক ৮ মাস আগে "নাম পরিবর্তন" অনুচ্ছেদে

নাম পরিবর্তন সম্পাদনা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



@AbuSayeed, Obangmoy, শরদিন্দু ভট্টাচার্য্য, Salil Kumar Mukherjee, Sbb1413, এবং আফতাবুজ্জামান: এই নিবন্ধের নামটি অসমীয়া উইকির অনুসরণে (as:অসমৰ গামোচা) অসমীয়া বানানে লেখা হয়েছে। প্রথমত, বাংলা উইকিতে অধিক প্রচলনের বিষয়টি বিবেচনা করে অসম না লিখে আসাম লেখা হয়। দ্বিতীয়ত, উক্ত গামোচা শব্দের অর্থ মূলত গামছা। এই বস্তুটাও তা-ই। বানানে ভিন্নতা থাকলেও অসমীয়া চ উচ্চারণের স্বাতন্ত্র্যের কারণে শব্দটার উচ্চারণ "গামোসা" (স=s) বা "গামোছা" (পূর্ববঙ্গীয় ছ উচ্চারণ)। তাই নিবন্ধটিকে "আসামের গামছা" শিরোনামে স্থানান্তরের প্রস্তাব করছি। ≈ MS Sakib  «আলাপ» ০৩:১৯, ২৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

উল্লেখ্য, প্রথম আলোর এই কলামের শিরোনামে বস্তুটাকে গামছা লেখা হয়েছে: গামছা নিয়ে আসামে জাতীয়তাবাদী যুদ্ধ। ≈ MS Sakib  «আলাপ» ০৩:২৬, ২৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
অতিরিক্ত: গামছা-বিতর্কে উত্তাল অসম, অসমিয়া আর বাঙালি গামছা জুড়ে দেওয়া নিয়ে আইনি বিবাদ (হিন্দুস্তান টাইমস), আসামের গামছা দিয়ে পোশাক বানিয়ে ফ্যাশনের দিক বদল! এবং করোনা যুদ্ধে সামিল ঐতিহ্যের গামছা ! বহাগ বিহুতে আসামের মানুষ পরবেন গামছা-মাস্ক ! (bengali.news18.com)। ≈ MS Sakib  «আলাপ» ০৩:২৯, ২৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
"আসামের গামছা" পাতায় ফেরত যান।