আলাপ:আমাল মালিক

সাম্প্রতিক মন্তব্য: Nirzak কর্তৃক ৭ বছর পূর্বে "নামের বানান" অনুচ্ছেদে

নামের বানান সম্পাদনা

এঁনার নামের শেষাংশ কি মালিক হওয়া উচিত নয়? কারণ আনু মালিক সহ এর বাপ চাচাদের সবার নামে মালিক আছে,মল্লিক নয়। -=-ফেরদৌস ০১:৫৬, ৭ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

হওয়া উচিত। কিন্তু উনার নাম ইংরেজিতে "'Amaal Mallik"' .অন্যদের সারনেম "'Malik"'.ভালো করে লক্ষ্য করুন আমালের নামের সারনেম এ দুইটা 'L'.তাই উনার নাম বাংলায় মল্লিক হওয়ার কথা। কিন্তু কিছুক্ষণ আগে হিন্দি উইকিপিডিয়ায় দেখলাম নাম ""अमाल मलिक"" লেখা। অর্থাৎ তাদের অনুযায়ী নাম মালিক। তাই পাতার টাইটেল পরিবর্তন করে ""আমাল মালিক"" করার অনুরোধ করছি। -=-নির্যাস ০৭:০২, ৭ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

হিন্দীতে আছে বলে আমাদেরও থাকতে হবে এরকম যুক্তির বিরোধী আমি। আর নামের বানানে অনেক সময় অনেক অক্ষর এক্সট্রা থাকে। -=-ফেরদৌস
ধন্যবাদ পরিবর্তনের জন্য। তবে এটা নামে এক্সট্রা অক্ষর থাকার জন্য না,আমাল কেন জানি নিজের নামে ইচ্ছা করেই দুইটা l ব্যাবহার করে,সম্ভবত স্টাইলের জন্য। যাই হোক ব্যাপারটা সম্পর্কে আমাকে অবগত করার জন্য ধন্যবাদ।

-=-নির্যাস ০৭:০২, ৭ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

"আমাল মালিক" পাতায় ফেরত যান।