আলাপ:আবদুল হামিদ

সাম্প্রতিক মন্তব্য: Ragib কর্তৃক ১২ বছর পূর্বে "উল্লেখযোগ্যতা" অনুচ্ছেদে

উল্লেখযোগ্যতা সম্পাদনা

আমার মতে এই নিবন্ধের উল্লেখযোগ্যতা আছে। জাতীয় সংসদের স্পিকারের উল্লেখযোগ্যতা তখনই প্রমাণ হয়ে যায়, যখন এটা সপক্ষে একটা সোর্স দেওয়া যায়। তবে আমরা সবাই জানি, তিনি জাতীয় সংসদের স্পিকার। গুগল ঘাঁটলেই সোর্স চলে আসবে। তবে লেখা বিশ্বকোষীয় করা চাই। — তানভিরআলাপ১৭:৪৪, ৭ জুন ২০১১ (ইউটিসি)উত্তর দিন


লেখাটা অবিশ্বকোষীয়, কিন্তু ব্য্ক্তিটি খুব জোরদারভাবেই উল্লেখযোগ্য। আমার জানা মতে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের পদক্রম (rank) প্রেসিডেন্টের পরেই। যেমন, প্রেসিডেন্ট দেশের বাইরে গেলে বা কাজ করতে অক্ষম হলে দেশের রাষ্ট্রপ্রধান হন স্পিকার। কাজেই স্পিকার পদে যিনি থাকেন, তিনি খুব ভালো করেই উল্লেখযোগ্য। --রাগিব (আলাপ | অবদান) ১৮:২৯, ৭ জুন ২০১১ (ইউটিসি)উত্তর দিন
"আবদুল হামিদ" পাতায় ফেরত যান।