আলাপ:আপনার গ্রাহককে জানুন

সাম্প্রতিক মন্তব্য: Rubel33 কর্তৃক ৩ বছর পূর্বে "শিরোনাম" অনুচ্ছেদে

শিরোনাম সম্পাদনা

@Rubel33: আমার মনে হয় নিবন্ধটির নাম আপনার গ্রাহককে জানুন দিলে সবচেয়ে ভালো হয়, ইংরেজি নামটি নিবন্ধের শুরুতে উল্লেখ করে দিলেই হবে। গুগল অনুসন্ধানে দেখতে পাচ্ছি বাংলা নামের ব্যবহার আছে। প্রথম আলো, ডেইলি স্টারের প্রতিবেদনে এর ব্যবহার দেখলাম। যেহেতু এটি বাংলা উইকি, আমাদের বাংলা নামটি অগ্রাধিকার দেয়া উচিত। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৪৮, ২৮ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান: ভাই ধন্যবাদ। স্থানান্তর করে দিয়েছি। আমিও চিন্তা করেছিলাম কিন্তু সচারচার কেওয়াইসি ই ব্যবহার করা হয়। এমনকি নো ইওর কাস্টমার বললেও কেউ বোঝে না কিন্তু কেওয়াইসি বললে বোঝে, তাই দিয়েছিলাম। রুবেল শেখ (আলাপ) ১৯:৫৫, ২৮ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

"আপনার গ্রাহককে জানুন" পাতায় ফেরত যান।