আলাপন বন্দ্যোপাধ্যায়

আলাপন বন্দ্যোপাধ্যায় (জন্ম: ১লা,মে ১৯৬১) হলেন একজন প্রাক্তন আইএএস কর্মকর্তা, পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মুখ্যসচিব এবং ২০২১ সালের ১ লা জুন থেকে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা । [২][৩] তিনি ২০২০ সালে আইএএস অফিসার রাজীব সিনহার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে তার কার্যকাল শুরু করেছিলেন। [৪]

আলাপান বন্দ্যোপাধ্যায়
আইএএস
পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব
কাজের মেয়াদ
১ অক্টোবর, ২০২০ – ৩১ই মে, ২০২১
গভর্নরজগদীপ ধনখড়
মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায়
পূর্বসূরীরাজীব সিনহা
উত্তরসূরীএইচকে দ্বিবেদী
পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১লা জুন, ২০২১
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1961-05-17) ১৭ মে ১৯৬১ (বয়স ৬২)[১]
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
জাতীয়তাভারতীয়
দাম্পত্য সঙ্গীসোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়
সম্পর্কঅঞ্জন বন্দ্যোপাধ্যায় (ভাই)

পেশাজীবন সম্পাদনা

আলাপন বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ থেকে আইএএস ব্যাচ -১৯৮৭ এর অফিসার ছিলেন। তিনি এর আগে হাওড়া, উত্তরদক্ষিণ ২৪ পরগনা জেলার জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি কলকাতা পৌর কমিশনার হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি পরিবহন, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই), বাণিজ্য ও শিল্প, তথ্য ও সংস্কৃতি, এবং স্বরাষ্ট্র মন্ত্রক (পশ্চিমবঙ্গ) - মুখ্যসচিব হিসাবেও বেশ কয়েকটি বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৫ সালে অন্তর্বর্তীকালীন রাজ্য নির্বাচন কমিশনার হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। [২] তিনি ২০১৭ সালে 'আমলার মন' নামে একটি বই লিখেছিলেন। তিনি ২০২১ সালের ৩১ মে অবসর গ্রহণ করেন এবং ২০২১ সালের ১ লা জুন থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার পদে তিন বছরের জন্য নিযুক্ত হন।

ব্যক্তিগত জীবন সম্পাদনা

আলাপন বন্দ্যোপাধ্যায় ১৯৬১ সালে পশ্চিমবঙ্গের আসানসোলে জন্মগ্রহণ করেছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য এবং শিক্ষাবিদ সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ আছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Civil List of IAS Officers
  2. Sep 29, TNN / Updated; 2020। "ALAPON Bandyopadhyay new West Bengal chief secretary, HK Dwivedi gets charge of home | Kolkata News - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০২ 
  3. "Chief Minister's Office - Government of West Bengal"wbcmo.gov.in। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০২ 
  4. "Alapan Bandyopadhyay is WB's new Chief Secretary"The Hindu (ইংরেজি ভাষায়)। Special Correspondent। ২০২০-০৯-২৯। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০২