আলফ্রেড কোব্বান

ব্রিটিশ ইতিহাসবেত্তা (১৯০১-১৯৬৮)

আলফ্রেড কোব্বান ব্রিটিশ ইতিহাসবিদ আলফ্রেড কোব্বান ছিলেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের ফরাসি ইতিহাসের অধ্যাপক। [১] ১৯০১ সালে ২৪ মে লন্ডনে কোব্বান জন্ম গ্রহণ করেন। লেক আমার উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে তিনি কেমব্রিজের পড়াশোনা করেন। অতঃপর তিনি নিউ ক্যাসল অন টাইনের কিংস কলেজে ইতিহাসের লেকচারার রুপে পড়ানো শুরু করেন এবং হার্ভার্ বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ছিলেন। ফ্রান্সের ইতিহাসের গবেষণা করার জন্য রক ফেলার ফেলোশিপ লাভ করেন।

কোব্বান ১৯৫০-৬০ দশকে বিপ্লব সম্পর্কে ব্যাপক ভাবে লিখেছেন।তার সবচেয়ে পরিচিত গ্রন্থ গুলির মধ্যে রয়েছে 'ফরাসি বিপ্লবের সামাজিক ব্যাখ্যা '(১৯৬৪) এবং আধুনিক ফ্রান্সের ইতিহাস (১৯৬৩)

তথ্যসূত্র সম্পাদনা

  1. History, Alpha (২০১৫-০৩-০৬)। "Historian: Alfred Cobban"French Revolution (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০২ 

বহিঃসংযোড় সম্পাদনা