আর্থার মায়ো ভিসি (১৮ মে ১৮৪০ - ১৮ মে ১৯২০) ভিক্টোরিয়া ক্রস প্রাপ্ত ব্যক্তি, তিনি ভিসির পুরস্কার প্রাপ্ত পাঁচ জনের মধ্যে একজন।

আর্থার মায়ো
জন্ম১৮ মে ১৮৪০
অক্সফোর্ড, ইংল্যান্ড
মৃত্যু১৮ মে ১৯২০ (বয়স ৮০)
বসকম্ব বোর্নমাউথ
সমাধি
পূর্ব কবরস্থান, বসকম্ব
আনুগত্য যুক্তরাজ্য
সেবা/শাখারাজকীয় নৌবাহিনী
ব্রিটিশ ভারতীয় নৌবাহিনী
পদমর্যাদামিডশিপম্যান
যুদ্ধ/সংগ্রামসিপাহী বিদ্রোহ ১৮৫৭
পুরস্কারভিক্টোরিয়া ক্রস

শিক্ষা ও কর্ম সম্পাদনা

তিনি বার্কেমস্টেটেড স্কুল, ও ম্যাগডালেন হল, হার্টফোর্ড কলেজ, অক্সফোর্ড এ পড়াশোনা করেছেন। [১]

১৮৫৭ সালের ২২ নভেম্বরে ১৭ বছর বয়সে ভারতের ডাকায় অনুষ্ঠিত ভারতীয় বিদ্রোহের সময় ভারতীয় নৌ বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন, শত্রুর সম্মুখে বীরত্বের জন্য তাকে সর্বোচ্চ সামরিক পদক ভিক্টোরিয়া ক্রস প্রদান করা হয়। যা ব্রিটিশ এবং কমনওয়েলথভূক্ত দেশের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদেরকে দেয়া হয়।[২]

তিনি তার ৮০ তম জন্মদিনে বোর্নমাউথে মারা যান।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Victoria Cross
  2. "নং. 22601"দ্যা লন্ডন গেজেট (ইংরেজি ভাষায়)। ২৫ ফেব্রুয়ারি ১৮৬২। 

বহিঃসংযোগ সম্পাদনা