আর্থার ওটওয়ে

ব্রিটিশ রাজনীতিবিদ

স্যার আর্থার জন অটওয়ে, ৩য় ব্যারোনেট পিসি (৮ আগস্ট ১৮২২ - ৮ জুন ১৯১২) ছিলেন একজন ব্রিটিশ ব্যারিস্টার এবং উদার রাজনীতিবিদ এবং সেইসাথে ভারত সম্পর্কিত প্রশাসনিক সংস্কারের একজন চ্যাম্পিয়ন।

ব্যবসায়িক কার্যক্রম সম্পাদনা

ওটওয়ে ব্রাইটন অ্যান্ড সাউথ কোস্ট রেলওয়ে কোম্পানির চেয়ারম্যান ছিলেন। ১৮৮২ সালে তিনি ফাউর ইলেকট্রিক অ্যাকুমুলেটর কোম্পানি প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন যার তিনি একজন প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The Faure Electric Accumulator Company"। The Railway News। ১৮৮২।