আরাসচনিয়া ডোহার্টি

কীটপতঙ্গের প্রজাতি

মণিপুর ম্যাপ (বৈজ্ঞানিক নাম: Araschnia dohertyi(Moore)) এক প্রজাতির মাঝারী আকারের প্রজাপতি। এরা নিমফ্যালিডি পরিবার এবং নিমফ্যালিনি উপগোত্রের সদস্য।[১]এই প্রজাতির অধীনে কোন উপ-প্রজাতি তালিকাভুক্ত নেই। বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুসারে এই প্রজাতি তফ্‌সিল ২ এর তালিকার অন্তর্ভুক্ত।[২]অনেক ভারতীয় গ্রন্থে এই প্রজাতিকে মঙ্গোল নামেও উল্লেখ কর হয়েছে।[৩]

মণিপুর ম্যাপ
Manipur Map
ডানা বন্ধ অবস্থায়
ডানা খোলা অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণীজগৎ
পর্ব: সন্ধিপদী
শ্রেণী: পতঙ্গ
বর্গ: লেপিডোপ্টেরা
পরিবার: Nymphalidae
গোত্র: Nymphalini
গণ: Araschnia
প্রজাতি: A. dohertyi
দ্বিপদী নাম
Araschnia dohertyi

আকার সম্পাদনা

মণিপুর ম্যাপ এর প্রসারিত অবস্থায় ডানার আকার ৫০-৫৫ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Araschnia Hübner, [1819]" at Markku Savela's Lepidoptera and Some Other Life Forms
  2. "Araschnia dohertyi Moore, [1899] – Manipur Map"Butterflies of India। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২১ 
  3. Isaac, Kehimkar (২০১৬)। BHNS Field Guides Butterflies of India। Mumbai: Bombay Natural History Society। পৃষ্ঠা ৪৫৩। আইএসবিএন 9789384678012