আরসালান বায়িজ

রাজনীতিবিদ

আরসালান বায়িজ (কুর্দি: ئه‌رسه‌لان بایز, জন্ম ১৪ জুলাই ১৯৫০) কুর্দিস্তান প্যাট্রিয়টিক ইউনিয়নের একজন ইরাকি কুর্দি রাজনীতিবিদ।

আরসালান বায়িজ
ইরাকি কুর্দিস্তান পার্লামেন্টের স্পিকার
কাজের মেয়াদ
ফেব্রুয়ারি ২০১২ – এপ্রিল ২০১৪
পূর্বসূরীকেমাল কিরকুকি
উত্তরসূরীইউসিফ মুহাম্মাদ সাদিক
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1950-07-14) ১৪ জুলাই ১৯৫০ (বয়স ৭৩)
রাজনৈতিক দল কুর্দিস্তান প্যাট্রিয়টিক ইউনিয়ন

বায়িজ আর্বিলে জন্মগ্রহণ করেন এবং বাগদাদ বিশ্ববিদ্যালয় থেকে কুর্দি ভাষায় স্নাতক হন।[১]

বায়িজকে ২০১২ সালের ফেব্রুয়ারিতে কুর্দিস্তানের আঞ্চলিক সংসদের স্পিকার করা হয়েছিল, তিনি ২০১৪ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেছিলেন।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Patriotic Union of Kurdistan website ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ জানুয়ারি ২০১৭ তারিখে. Accessed 14 October 2015
  2. kurdistan-parliament,.