আমানুল্লাহ (কৌতুক অভিনেতা)

পাকিস্তানী অভিনেতা

আমানুল্লাহ খান (লাহোর, ১৯৫০ - ৬ মার্চ ২০২০) একজন পাকিস্তনি কৌতুক অভিনেতা। তাকে ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা একজন কৌতুক অভিনেতা হিসেবে গন্য করা হয়।

আমানুল্লাহ খান
ডাকনামআমানুল্লাহ খান
স্থানীয় নামامان اللہ خان
জন্ম১৯৫০
লাহোর, পাঞ্জাব, পাকিস্তান
মৃত্যু (বয়স ৭৪)
মাধ্যমকৌতুক অভিনেতা, চলচ্চিত্র, টেলিভিশন, মঞ্চ অভিনেতা
জাতীয়তাপাকিস্তানি
নিয়োগকারী
ধরন
বিষয়(সমূহ)

জীবনী সম্পাদনা

আমানুল্লাহ খান ১৯৫০ সালে লাহোরে জন্ম গ্রহণ করেন। দারিদ্র্যের মধ্যে তার বাল্যকাল অতিবাহিত হয়। তার পূর্বপুরুষ লাহোর শহরের বাজারে গান গেয়ে ও নেচে জীবিকা উপার্জন করতেন। দারিদ্র্যতার কারনে তিনি বেশিদিন স্কুলে পড়তে পারেন নি।

তিনি অল্পবয়স থেকেই মিমিক্রি করতে পারতেন ও লোকজনকে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের মিমিক্রি করে লাহোরের লোকদের দেখাতেন। একদিন একজন ব্যক্তি তার এই প্রতিভার কথা জানতে পেরে তাকে লাহোরের থিয়েটারে কাজ করার সুযোগ করে দেন।

তিনি থিয়েটার এ অভিনেতা হিসেবে কর্ম জীবন শুরু করেন। তিনি মূলতা স্যাটায়ার ও হাস্যরস মূলক চরিত্র করতেন। এভাবে ধীরে ধীরে তিনি টিভি ও সিনেমায় নাম লেখান। এর পাশাপাশি থিয়েটার অব্যাহত রাখেন।

আমানুল্লাহ ২০২০ সালের ৬ই মার্চ লাহোরের একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭০ বছর।

পুরস্কার সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "President Mamnoon confers civil awards on Yaum-i-Pakistan"DAWN.COM (ইংরেজি ভাষায়)। ২৩ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২০ মে ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা