আমকোনা, গোলাপগঞ্জ

বাংলাদেশের মানব বসতি

আমকোনা বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি গ্রাম। এটি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার উত্তর বাদেপাশা ইউনিয়নে অবস্থিত।[১]

আমকোনা
গ্রাম
বাংলাদেশের মানচিত্রে অবস্থান
বাংলাদেশের মানচিত্রে অবস্থান
আমকোনা
বাংলাদেশের মানচিত্রে অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৫১′৩০″ উত্তর ৯২°০১′১৫″ পূর্ব / ২৪.৮৫৮৩° উত্তর ৯২.০২০৮° পূর্ব / 24.8583; 92.0208
দেশবাংলাদেশ
বিভাগসিলেট
জেলাসিলেট
উপজেলাগোলাপগঞ্জ
ইউনিয়ন১০ নং উত্তর বাদেপাশা
জনসংখ্যা (১৯৯১) (আনু.)
 • মোট৫,০০০
সময় অঞ্চলবাংলাদেশ সময় (ইউটিসি+০৬:০০)

ভৌগোলিক অবস্থান সম্পাদনা

আমকোনা গ্রামের ভৌগোলিক অবস্থান ২৪°৫১′৩০″ উত্তর ৯২°০১′১৫″ পূর্ব / ২৪.৮৫৮৩° উত্তর ৯২.০২০৮° পূর্ব / 24.8583; 92.0208সুরমা নদী এই গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়। সিলেট থেকে গ্রামটি ১৯ কিলোমিটার পূর্বে অবস্থিত। কৈলাসটিলা গ্যাসক্ষেত্র আমকোনা গ্রামের ১.৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অবস্থিত।

জনউপাত্ত সম্পাদনা

১৯৯১ সালের আদমশুমারি অনুসারে আমকোনা গ্রামের জনসংখ্যা অরায় ৫,০০০। এই মোট জনসংখ্যার ৫০.২৯% পুরুষ এবং ৪৯.৭১% মহিলা। গ্রামে শিক্ষার হার (৭+ বয়স) ৩৬.৭%, যা জাতীয় শিক্ষার হার (৩২.৪%) থেকে বেশি।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "উত্তর বাদেপাশা ইউনিয়ন: গ্রাম ভিত্তিক লোকসংখ্যা"জাতীয় তথ্য বাতায়ন। বাংলাদেশ সরকার। ২২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২০