আব্দেল ফাত্তাহ ইয়াহিয়া পাশা

মিশরীয় রাজনীতিবিদ

ইয়াহিয়া, পাশা ইব্রাহিম (১৮৭৬-১৯৫১) (আরবি: يحيى إبراهيم باشا) একজন মিশরীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি ১৯৩৩ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত মিশরের প্রধানমন্ত্রী ছিলেন।

আব্দেল ফাত্তাহ ইয়াহিয়া পাশা
মিশরের ২২ তম প্রধানমন্ত্রী
কাজের মেয়াদ
২২ সেপ্টেম্বর, ১৯৩৩ – ১৫ নভেম্বর ১৯৩৪
পূর্বসূরীইসমাঈল সিদক্বি পাশা
উত্তরসূরীমুহাম্মদ তাওফিক নাসিম পাশা
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৮৭৬
মৃত্যু১৯৫১
রাজনৈতিক দলইত্তিহাদ পার্টি

তিনি ১৯২১ এবং ১৯৩০ সালে বিচারমন্ত্রী ছিলেন এবং ১৯৩০ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত তিনি ছিলেন বিদেশ বিষয়ক মন্ত্রী। যদিও রাজা প্রথম ফুয়াদ তাকে ১৯৩৩ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করতে বলেছিলেন, কিন্তু রাজার প্রতি জনবিরোধিতার মুখে তিনি সরকার পরিচালনায় সফল হতে পারেননি। ১৯৩৬ সালে একজন সিনেটর নির্বাচিত হয়ে সিনেটের সভাপতিত্ব করতে তিনি আরও সফল প্রমাণিত হন। তিনি ১৯৩৬-এর অ্যাংলো-মিশরীয় চুক্তির আলোচনায় প্রতিনিধি দলের দায়িত্ব পালন করেছিলেন এবং ১৯৪৫ সালে আন্তর্জাতিক সংস্থার জাতিসংঘের সম্মেলনে মিশরের প্রতিনিধিদের মধ্যে ছিলেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Goldschmidt Jr., Arthur (২০১৩)। Historical Dictionary of Egypt। Scarecrow Press। পৃষ্ঠা 43। আইএসবিএন 978-0-8108-8025-2