আব্দেলকাদির চাদি

আলজেরীয় মুষ্টিযোদ্ধা

আব্দেলকাদির চাদি (জন্ম ১৩ই জানুয়ারী, ১৯৮৮) একজন আলজেরীয় মুষ্টিযোদ্ধা। তিনি ফেদারওয়েটে ২০০৭ সালের সারা আফ্রিকা খেতাব জয় করেন। [১] তিনি ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকেও যোগ্যতা অর্জন করেন। [২]

আব্দেলকাদির চাদি

পদক রেকর্ড
 আলজেরিয়া-এর প্রতিনিধিত্বকারী
পুরুষদের মুষ্টিযুদ্ধ
সারা আফ্রিকা গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০০৭ আলজিয়ার্স ফেদারওয়েট

কর্মজীবন সম্পাদনা

চাদি ২০০৭ সারা আফ্রিকা গেমসের সেমিফাইনালে রবের্তো আজাহোকে ও ফাইনালে আল্লা শিলিকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে। ২০০৮-এ আবার শিলিকে হারিয়ে তিনি অলিম্পিকের যোগ্যতা অর্জন করেন। তবে ফাইনালে মেহদি ওয়াতিনের বিরুদ্ধে লড়েননি। তার ওজন নিয়ে সমস্যা থাকায় অলিম্পিকের আগের মাসগুলিতে তিনি লাইটওয়েট বিভাগে প্রতিদ্বন্দ্ব্বিতা করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "African Games Results 2015"amateur-boxing.strefa.pl। ২০১৫-১০-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১০-০৯ 
  2. "ABDELKADER CHADI - 64 KG"AIBA (ইংরেজি ভাষায়)। ২০১৮-১১-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৪ 

বহিঃসংযোগ সম্পাদনা