আব্দুল হামিদ (আইনজীবী)

আব্দুল হামিদ বাঙালি আইনজীবী, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ যিনি মিনিস্টার আব্দুল হামিদ নামে পরিচিত ছিলেন। তিনি ব্রিটিশ ভারতের আসাম ব্যবস্থাপক সভার সদস্য-সভাপতি ও শিক্ষা মন্ত্রী ছিলেন। ১৯৪৭ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত তিনি পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি মৃত্যুবরণ করেছেন।[১][২][৩]

এ্যাডভোকেট
আব্দুল হামিদ
আসামের শিক্ষা মন্ত্রী
কাজের মেয়াদ
১৯২৪ – ১৯৩৬
আসাম এসেম্বলির সদস্য (এমএলএ)
কাজের মেয়াদ
১৯২৪ – ১৯৩৬
পূর্বসূরীআসন শুরু
উত্তরসূরীআবদুস সালাম
পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী
কাজের মেয়াদ
১৯৪৭ – ১৯৫৪
ব্যক্তিগত বিবরণ
জন্মপাঠানটুলা, সিলেট, ব্রিটিশ ভারত।, ব্রিটিশ ভারত
(বর্তমান বাংলাদেশ)
সম্পর্কমৌলভী আবদুল করিম (চাচা)
আবু আহমদ আব্দুল হাফিজ (ভাগিনা)
সৈয়দা শাহার বানু (ভাগিনার স্ত্রী)
আবুল মাল আবদুল মুহিত, শাহলা খাতুনএ কে আব্দুল মোমেন (নাতি/নাতনী)
ডাকনামমিনিস্টার আব্দুল হামিদ

প্রাথমিক ও পারিবারিক জীবন সম্পাদনা

আব্দুল হামিদ সিলেটের পাঠানটুলায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আব্দুল কাদের ছিলেন মৌলভী আব্দুল করীমের ভাই। তাঁর বোন হাফিজা বানু ছিলেন আইনজীবি আবু আহমদ আব্দুল হাফিজ সাহেবের মা এবং বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী আবুল কালাম আব্দুল মোমেন ও জাতীয় অধ্যাপক শাহলা খাঁতুনের দাদী।[১][৪]

রাজনৈতিক জীবন সম্পাদনা

আব্দুল হামিদ ১৯২৪ থেকে ১৯৩৭ সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের আসাম ব্যবস্থাপক সভার সদস্য-সভাপতি ও শিক্ষা মন্ত্রী ছিলেন।[২][৩][৫][৬] ১৯৪৭ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত তিনি পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী ছিলেন।[১]

সিলেটের পাঠানটুলায় 'মিনিস্টার আব্দুল হামিদ রোড' নামে তার নামে একটি রাস্থা ও মাছিমপুরে আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি স্কুল আছে।[৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "পররাষ্ট্র মন্ত্রী, এ কে-আব্দুল মোমেন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২২ 
  2. চৌধুরী এটিএম মাসুদ (২০০৫)। বাংলাদেশে গণতন্ত্রের কয়েক দশকের স্মৃতি ও সমস্যা। বাংলাদেশ: একাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স লাইব্রেরি। পৃষ্ঠা ১৭। 
  3. "এহসানুল হক জসীম"সিলেটরিপোর্ট.কম। ২৮ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২২ 
  4. Kamal, Syed Shah, সম্পাদক (জুলাই ২০০০)। আবু আহমদ আবদুল হাফিজ জন্মশতবার্ষিকী স্মারক [Abu Ahmad Abdul Hafeez Birth Centenary Commemoration]। 
  5. এহসানুল হক জসীম (২০২০)। বাংলাদেশের ইসলামি রাজনীতির ব্যবচ্ছেদ। বাংলাদেশ: গার্ডিয়ান পাবলিকেশনস। পৃষ্ঠা ৪৩২। আইএসবিএন 9789848254127 
  6. ড. মুহম্মদ আব্দুল্লাহ। রাজনীতিতে বঙ্গীয় উলামার ভূমিকা ১৯০৫-১৯৪৭বাংলাদেশ: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। পৃষ্ঠা ১৯৭–১৯৯। 
  7. "সিসিক এলাকায় ভোটার তালিকা হালনাগাদ শুরু শুক্রবার"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৮ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২২