আবুল খায়ের (রসায়নবিদ)

বাংলাদেশী রসায়নবিদ ও শিক্ষাবিদ

আবুল খায়ের (জন্ম: ১৯৪৪) একজন বাংলাদেশী রসায়নবিদ ও শিক্ষাবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রথম উপাচার্য।[১]

অধ্যাপক ড.
আবুল খায়ের
প্রথম উপাচার্য
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
২০০৫ – ২০০৮
পূর্বসূরীঅফিস সৃষ্ট
উত্তরসূরীসঞ্জয় কুমার অধিকারী
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৪৪ (বয়স ৭৯–৮০)
ভীমপুর, চাটখিল, নোয়াখালী, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

জন্ম সম্পাদনা

তিনি ১৯৪৪ সালে নোয়াখালীর চাটখিল উপজেলার ভীমপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা মৌলভী মোবারক উল্লাহ এবং মা আম্বিয়া খাতুন।[২]

শিক্ষাজীবন সম্পাদনা

আবুল খায়ের ১৯৫৯ সালে মাধ্যমিক ও ১৯৬২ সালে উচ্চমাধ্যমিক পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[২]

কর্মজীবন সম্পাদনা

খায়ের ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। এরই ধারাবাহিকতায় তিনি ১৯৮৭ সালে অধ্যাপক হন। বিদেশী বিশ্ববিদ্যালয়েও তিনি অধ্যাপনা করেছেন।[২]

আবুল খায়ের ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[২][৩]

প্রকাশনা সম্পাদনা

দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে[স্পষ্টকরণ প্রয়োজন] তার ৪০টির অধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাঁর পিএইচডিতে থিসিস হিসেবে ছিল নাইট্রিক অক্সাইডকার্বন মনো-অক্সাইড-এর মত বায়ু দুষণকারী গ্যাসকে রাসায়নিক পদ্ধতিতে নিয়ন্ত্রণ। এছাড়াও তিনি আর্সেনিকের ওপরও গবেষণা করছেন[ভাল উৎস প্রয়োজন][২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "৭ বছরে নোবিপ্রবি"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২২ জুন ২০১২। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২২ 
  2. "দেশের আধুনিক বিদ্যাপীঠ হবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়"লক্ষ্মীপুর বার্তা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২২ 
  3. "Three more VCs removed" [আরও তিনজন উপাচার্য অপসারিত]। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (ইংরেজি ভাষায়)। ২০ মে ২০০৮। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২২