আবুল কালাম (নাটোররের রাজনীতিবিদ)

বাংলাদেশী রাজনীতিবিদ

আবুল কালাম (জন্ম: ২৫ জুলাই ১৯৫৬) বাংলাদেশের নাটোর-১ আসনের সংসদ সদস্য। তিনি ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। [১]

আবুল কালাম
জাতীয় সংসদ
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
10 জানুয়ারি 2024
পূর্বসূরীশহিদুল ইসলাম বকুল
সংসদীয় এলাকানাটোর ১
কাজের মেয়াদ
৫ জানুয়ারি ২০১৪ – ৩০ ডিসেম্বর ২০১৮
উত্তরসূরীশহিদুল ইসলাম বকুল
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1956-07-25) ২৫ জুলাই ১৯৫৬ (বয়স ৬৭)
নাটোর জেলা, বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
সম্পর্কমমতাজ উদ্দিন (ভাই)
শেফালী মমতাজ (ভাবি)

জন্ম ও শিক্ষাজীবন সম্পাদনা

মো: আবুল কালামের পৈতৃক বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলার চকশোড মিলকীপাড়া গ্রামে। তিনি আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

কর্মজীবন সম্পাদনা

পেশায় আইনজীবী আবুল কালাম রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত আছেন। তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ২০১৪ সালে। ২০১৫ সালে নাটোর জেলা আওয়ামী লীগের সিনিয়ন সহ-সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. নাটোর-১, মো: আবুল কালাম। "Constituency 58_10th_Bn"www.parliament.gov.bd। ২০১৯-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-২৮ 
  2. "সাবেক সাংসদ আবুল কালাম আজাদের ৬৫তম জন্মদিনে শুভেচ্ছা"www.dailypraptiprosongo.com। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৪ 

বহি:সংযোগ সম্পাদনা