আন্দ্রৌলা হেনরিকস

আন্দ্রৌলা হেনরিকস হলেন একজন সাইপ্রাসীয় মানবাধিকার কর্মী, যিনি দেশটিতে মানব পাচার প্রতিরোধে কাজ করে চলেছেন।[১]

আন্দ্রৌলা হেনরিকস
আন্দ্রৌলা হেনরিকস ২০১০ সালে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার গ্রহণ করছেন
জন্ম১৯৩৬
জাতীয়তাসাইপ্রাসীয়
পরিচিতির কারণআন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার ২০১০ বিজয়ী

জীবনী সম্পাদনা

আন্দ্রৌলা হেনরিকস মানব পাচাএ বিরোধী সংগঠন 'সাইপ্রাস স্টপ ট্র‍্যাফিকিং' প্রতিষ্ঠা করেছিলেন। তিনি দেশটির সরকারকে মানব পাচার বন্ধে আরো কঠোরভাবে কাজ করার জন্য অনুরোধ জানিয়েছিলেন।[২] ২০০৮ সালে তার মানব পাচার বিরোধী সংগঠনটি মানব পাচার বিরোধী সমাবেশ করেছিল। সমাবেশে বক্তৃতা দিয়েছিলেন যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন থেকে আগত প্রতিনিধিরা ছাড়াও দেশটির আইনসভার সদস্য, অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে আগত প্রতিনিধি, তুর্কি-সাইপ্রাসীয় সমাজের প্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং সাংবাদিকেরা।[১] তিনি মানব পাচারের শিকার হওয়া নারীদের তাদের বাসায় আশ্রয় দিয়ে থাকেন। এসব নারীরা তার বাসায় থেকে তাদের যৌনদাসী হিসেবে বিক্রি করা ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির আদালতে মামলায় সাক্ষ্য প্রদান করে থাকে।[১]

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

২০১০ সালে তাকে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার প্রদান করে মার্কিন পররাষ্ট্র দফতর[১][৩] ২০১২ সালে তাকে র‍্যাংক অব কমান্ডার ইন দ্য ন্যাশনাল অর্ডার অব মেরিট হিসেবে নিযুক্ত করেন সাইপ্রাসে নিযুক্ত তৎকালীন ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ- লুক ফ্লোরেঁ।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Androula Henriques, Cyprus"U.S. Department of State 
  2. "U.S. Embassy Honors 2010 International Women of Courage Award Winner Androula Henriques for Anti-Trafficking Work - Embassy of the United States Nicosia Cyprus"usembassy.gov। ৩ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৯ 
  3. "Feminist Wire Daily Newsbriefs: U.S. and Global News Coverage"msmagazine.com 
  4. "Founder of Cyprus Stop Trafficking Commander in the National Order of Merit"famagusta-gazette.com। ৩ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৯