আনজাশা (আরবিঃ أنجاشا) মুহাম্মাদের একজন পুরুষ সাহাবা ও আবিসিনিয়ার কৃষ্ণকায় ক্রীতদাস ছিলেন।[১] এবং তিনি সুমিষ্টস্বরে গান গেয়ে উট চালাতে পারদর্শী ছিলেন।[২]

পরিচয় সম্পাদনা

আনজাশার উপনাম ছিলো ছিল আবু মারিয়া।[৩] তিনি বিদায় হজ্বের দিন মুহাম্মাদের কাফেলার সাথে উপস্থিত ছিলেন। আনজাশা মহিলা যাত্রী বাহনে গান গেয়ে শুনাতেন, ঐদিন তার কাফেলাতে মুহাম্মাদের স্ত্রীগণও ছিলো। একসময় তিনি গান গেয়ে উট চালানো শুরু করলে উট খুব দ্রুত গতিতে চলতে শুরু করে। তখন মুহাম্মাদ তাকে গান গেয়ে উট চালাতে নিষেধ করলেন,[৪] কেননা ঐ কাফেলায় মহিলা ছিলো।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. ইসলামী বিশ্বকোষ ১ম খণ্ড- ৩৯৯ 
  2. ইবনে হাজার আল-আসকালানী, আল-ইসাবা ফি তাময়িযিস-সাহাবা, মিসর ১৩২৮ হি., ১খণ্ড- ৬৭-৬৮, নং ২৬১ 
  3. ইবনুল আছির, উসুদুল-গাবা ফি মারিফাতিস সাহাবা, তা, বি., ১খণ্ড- ১২১, নং ২৬১ 
  4. "আল-আদাবুল মুফরাদ | হাদিস নংঃ ১২৭৬ [1276]"www.hadithbd.com। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৩ 
  5. আল আদাবুল মুফরাদ, হাদিস নং- ৬১২