আদাঐর ইউনিয়ন

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার একটি ইউনিয়ন

আদাঐর ইউনিয়ন বাংলাদেশের হবিগঞ্জ জেলার একটি প্রশাসনিক এলাকা।

আদাঐর
ইউনিয়ন
আদাঐর সিলেট বিভাগ-এ অবস্থিত
আদাঐর
আদাঐর
আদাঐর বাংলাদেশ-এ অবস্থিত
আদাঐর
আদাঐর
বাংলাদেশে আদাঐর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪′২৩.৯৯৯″ উত্তর ৯১°১৮′২৯.০০২″ পূর্ব / ২৪.০৭৩৩৩৩০৬° উত্তর ৯১.৩০৮০৫৬১১° পূর্ব / 24.07333306; 91.30805611 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাহবিগঞ্জ জেলা
উপজেলামাধবপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
স্থাপিত১৯৯৯
সরকার
 • ইউপি চেয়ারম্যানমীর মো: খোরশেদ আলম
আয়তন
 • মোট১,৪৮০ হেক্টর (৩,৬৬০ একর)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৯,০৬২
 • জনঘনত্ব১,৩০০/বর্গকিমি (৩,৩০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৩৬ ৭১ ১৬
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও আয়তন সম্পাদনা

এই ইউনিয়নের আয়তন ১৪.৯০ বর্গ কি.মি.।[১] এটি মাধবপুর উপজেলা পরিষদ হইতে ০.৫০ কি:মি: দূরে দক্ষিণ পূর্ব দিকে এবং ঢাকা-সিলেট মহাসড়ক হইতে মাধবপুর-মনতলা রাস্তা দিয়ে প্রায় ০.২৫ কি:মি: দূরত্বে অবস্থিত। এখানকার প্রধান নদীর নাম নদী

ভৌগোণিক উপাত্ত সম্পাদনা

পাহাড়ী মৃত্তিকায় গঠিত এই অঞ্চলটি।

প্রশাসনিক উপাত্ত সম্পাদনা

এই ইউনিয়টি টি মৌজার ১৭টি গ্রামের সমন্বয়ে গঠিত।

  • গ্রাম - কবিলপুর, আদাঐর উত্তর, আদাঐর দক্ষিণ, গোয়ালনগর, আতকাপাড়া, হালুয়াপাড়া, গোপালপুর, মিঠাপুকুর, ঘিলাতলী, হোসেনপুর, রাজনগর, মৌজপুর, মেহেরপুর, সুলতানপুর, নজরপুর, খিলগাঁও এবং সম্বতপুর।

জনসংখ্যা উপাত্ত সম্পাদনা

২০১১ সালের আদম শুমারি অনুযায়ী এই ইউনিয়নের লোক সংখ্যা ১৯,০৬২ জন; যাদের মধ্যে পুরুষ ৯,২৬৫ জন এবং মহিলা ৯,৭৯৭ জন।[১]

নির্বাচিত জন-প্রতিনিধি সম্পাদনা

বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্যগণ শপথ গ্রহণ করে ২০১১ সালের ১২ আগস্ট তারিখে এবং প্রথম সভায় মিলিত হয় ঐ একই বছর ২৫ আগস্ট তারিখে; ফলে এর মেয়াদ উর্ত্তীন হবে ২০১৬ সালের ২৭ জুলাই তারিখ।

শিক্ষাব্যবস্থা সম্পাদনা

এখানকার শিক্ষার হার ৫৫%। এখানে মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা নিম্নরূপ:[১]

  • সরকারী প্রাথমিক বিদ্যালয় - ৭টি,
  • মক্তব - ২৮টি,
  • উচ্চ বিদ্যালয় - ১টি,
  • মাদ্রাসা - ৫টি।

দর্শনীয় ও গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পাদনা

  • আদাঐর জমিদার বাড়ী,
  • শাহ শরিয়ত উল্লাহ ফকিরের মাজার - হালুয়াপাড়া।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "এক নজরে আদাঐর ইউনিয়ন"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারঃ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ সম্পাদনা