আদনান আল-হুসাইনি

ফিলিস্তিনি রাজনীতিবিদ

আদনান গালেব আল-হুসাইনি (আরবি: عدنان غالب الحسيني; জন্ম: ১৯৪৬) জেরুজালেমের ফিলিস্তিনি গভর্নর[১] এবং ২০০৮ থেকে ২০১৮ পর্যন্ত কুদস গভর্নরেট ছিলেন।[২] পরবর্তীতে আদনান গাইথ তার স্থলাভিষিক্ত হন। এছাড়াও তিনি ওয়াকফ সুপারভাইজার এবং ফিলিস্তিন ন্যাশনাল অথরিটি হায়ার কাউন্সিল অফ ট্যুরিজমের সদস্য। তিনি জেরুজালেমের সুপরিচিত আল-হুসাইনি পরিবারের অন্তর্গত, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন।

ইতিহাস সম্পাদনা

১৯৭১ সালে, আল-হুসাইনি মিশরের কায়রোর আইন শামস বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে বিএ ডিগ্রি লাভ করেন। এরপর তিনি জেরুজালেম ইসলামিক ওয়াকফের জেনারেল ম্যানেজার এবং সুপারভাইজার হিসেবে কাজ শুরু করেন। তিনি ১৯৯৯-২০০২ সালে ফিলিস্তিনি অঞ্চলে ফিলিস্তিনি হাউজিং কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সাল থেকে, তিনি পর্যটনের উচ্চ পরিষদের সদস্য ছিলেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Rudoren, Jodi (২১ সেপ্টেম্বর ২০১৩)। "Jews Challenge Rules to Claim Heart of Jerusalem"The New York Times। পৃষ্ঠা 2। : 'Adnan Hussein, the Palestinian governor of Jerusalem.'
  2. "Mapping Palestinian Politics"। European Council on Foreign Relations। 

বহিঃসংযোগ সম্পাদনা