আকিল ইবনে আবুল বুকায়র

আকিল ইবনে আবুল বুকায়র (৫৯০-৬২৪) একজন মুহাজির সাহাবী।[১][২] যিনি তার দ্বীনী ভাই মুবাশিরের সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন এবং উভয়ে শহীদ হন।[৩]

জন্ম ও বংশ পরিচয় সম্পাদনা

আকিল ইবনে আবুল বুকায়রের এর নাম ইসলাম গ্রহণের পূর্বে ছিলো গাফিল (অলস); মুহাম্মাদ এটা পরিবর্তন করিয়া তাহার নাম রাখেন আকিল (বুদ্ধিমান)।[৪] মক্কার কিনানা গােত্রে আনুমানিক ৫৯০ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তার বংশধারা পরিচয় হল আকিল ইবনে আবুল বুকায়র ইবনে আবদে ইয়ালিল ইবনে নাশিব ইবনে সাদ ইবনে লায়স ইবনে বাকর ইবনে আবদ মায়ানা ইবনে কিনানা।আবু মাশআর ও মুহাম্মাদ ইবনে উমার সহ প্রখ্যাত ইতিহাসবিদগণের বর্ণনামতে তার পিতার নাম আবুল বুকায়র ইবনে আবদ ইয়ালিল

তার পিতা আবুল বুকায়র ইবনে আবদ ইয়ালিল জাহিলী যুগে উমার ইবনুল খাত্তাবের দাদা নুফাইল ইবনে আবদিল উজ্জার সাথে মৈত্রী সম্পর্ক স্থাপন করে। সেই হতে আকিল ও তার পুত্ররা নুফাইলের বংশধরের মিত্ররূপে পরিগণিত হয়েছে।[৫][৬][৭]

ইসলাম গ্রহণ ও হিজরত সম্পাদনা

ইসলামের সূচনালগ্নে মুহাম্মাদ যখন আরকামের বাড়িকে ইসলামী দাওয়াত ও আলোচনার কেন্দ্ররূপে নির্ধারণ করেন তখন সর্বপ্রথম সেই গৃহে মুহাম্মাদের হাতে বায়আত হন আকিল ইবনে আবিল বুকায়র ও তাহার অপর তিন ভাই আমের ইবনে আবুল বুকায়র, ইয়াস ইবনে আবুল বুকায়রখালিদ ইবনে আবুল বুকায়র

অতঃপর ইসলাম গ্রহণের কারণে কাফিরদের পক্ষ হইতে তাদের উপর নির্যাতন চরমে পৌছলে আকিল ও তার অপর তিন ভাই ও তাদের পরিবারের সকলে এক সঙ্গে মদিনায় হিজরত করেন। মক্কায় তাদের বাসগৃহে আর কেও না থাকায় বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। হিজরতের পর তারা রিফায়া ইবনে আবদুল মুনযিরের গৃহে আতিথেয়তা গ্রহণ করেন। মুহাম্মাদ তাকে মুবাশির ইবনে আবদুল মুনযিরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন।[৮][৯][১০]

বদরের যুদ্ধে অংশগ্রহণ সম্পাদনা

৬২৪ খ্রিষ্টাব্দে যখন মক্কার কুরাইশদের সাথে মদিনাবাসীর বদরের যুদ্ধ সংঘঠিত হয় তখন আকিল ও তার দ্বীনী ভাই মুবাশির ইবনে আবদুল মুনযির বদর যুদ্ধে অংশগ্রহণ করেন এবং উভয়ে উক্ত এই যুদ্ধে শহীদ হন।[১১]

মৃত্যু সম্পাদনা

আকিল ইবনে আবুল বুকায়র ৩৪ বছর বয়সে ৬২৪ খ্রিষ্টাব্দে মালিক ইবনে যুহায়র আল জুশামির হাতে তিনি শহীদ হন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. ইসলামী বিশ্বকোষ (১ম খণ্ড)। পৃষ্ঠা ১৬২। 
  2. ইবনে সাদ, আত-তাবাকাতুল কুবরা, বৈরূত ৩খণ্ড- ৩৮৮ 
  3. আল-ওয়াকিদী, কিতাবুল মাগাযী, ‘আলীমুল কুতুব, ৩য় সং., বৈরূত ১৪০৪/১৯৮৪, ১খণ্ড- ১৫৬ 
  4. ইবনে হাজার আল-আসকালানী, আল- ইসাবা, মিসর ১৩২৮ হি., ২ খণ্ড- ২৪৭, সংখ্যা ৪৩৬১ 
  5. ইবনুল আছির, উসুদুল-গাবা, তেহরান ১৩৭৭ হি., ৩খণ্ড- ৭৬-৭৭ 
  6. শাহ মুইনুদ-দীন নাদাবী, সিয়ারুস-সাহাবা, লাহাের তা.বি., ২/২ খণ্ড- ৩২৬-৩২৭ 
  7. ইবনে আবদিল বার, আল-ইসতিয়াব, মিসর তা বি:, ৩খণ্ড- ১২৩৫, সংখ্যা ২০১৮ 
  8. আয-যাহাবই, সিয়ারু আ'লামিন নুবালা, ১০ম সং, বৈরুত ১৪১৪/১৯৯৪ সন, ১খণ্ড- ১৮৫-১৮৬, সংখ্যা ১৬ 
  9. ইবন হিশাম, আস-সিরাতুন-নাবাবিয়া, দারুর-রায়ান, ১ম সং, কায়রাে, ১৪০৮/১৯৮৭ সন, ২খণ্ড- ৩২৭ 
  10. ইব‌ন কাছির,, আস-সিরাতুন নাবাবিয়া, দার ইহয়াইত-তুরাছ আল- আরাবি, বৈরূত তা.বি., ২খণ্ড- ৪৯৯ 
  11. ইব‌ন কাছির, আল-বিদায়া ওয়ান-নিহায়া, দারুল ফিকর আল-আরাবী, ১ম সং, ১৩৫১/১৯৩২ সন, ৩খণ্ড- ৩২০