আকাসা এয়ারের গন্তব্যের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

আকাসা এয়ার, ভারতের মুম্বাই ভিত্তিক একটি কম খরচের বিমান সংস্থা। আকাসা এয়ার বর্তমানে তার দুটি হাব থেকে বেশিরভাগ উড়ান পরিচালনা করে।[১] কেন্দ্র দুটি বর্তমানে বেঙ্গালুরুমুম্বাইতে অবস্থিত। বিমান সংস্থটি ২০২২ সালের ৭ই আগস্ট উড়ান পরিচালনা শুরু করেছিল, মুম্বাই থেকে আহমেদাবাদের মধ্যে সংস্থার প্রথম উড়ান চালু করা হয়েছিল।[২]

ফেব্রুয়ারি ২০২৩-এর হিসাব অনুযায়ী, আকাসা এয়ার মোট ১৪ টি গন্তব্যে পরিষেবা প্রদান করে এবং আরও ৩ টি গন্তব্য শীঘ্রই উড়ান চালু করা হবে, সবগুলিই অভ্যন্তরীণভাবে ভারতের মধ্যে পরিচালিত হয়।[৩] ভবিষ্যতে আন্তর্জাতিক উড়ান চালুর পরিকল্পনা রয়েছে।[৪]

তালিকা সম্পাদনা

দেশ (রাজ্য) শহর বিমানবন্দর মন্তব্য তথ্য
  ভারত (অন্ধ্র প্রদেশ) বিশাখাপত্তনম বিশাখাপত্তনম বিমানবন্দর [৫]
  ভারত (আসাম) গুয়াহাটি লোকপ্রিয়া গোপীনাথ বর্দোলোই আন্তর্জাতিক বিমানবন্দর [৫]
  ভারত (দিল্লি) দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর [৬]
  ভারত (গোয়া) গোয়া মনোহর আন্তর্জাতিক বিমানবন্দর [৫]
  ভারত (গুজরাট) আহমেদাবাদ সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর [৫][৭]
  ভারত (কর্নাটক) বেঙ্গালুরু কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর হাব [৮]
  ভারত (কেরালা) কোচি কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর [৫]
  ভারত (মহারাষ্ট্র) মুম্বাই ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর হাব [৮]
পুনে পুনে বিমানবন্দর [৯]
  ভারত (ওড়িশা) ভুবনেশ্বর বিজু পট্টনায়েক বিমানবন্দর ২০২৩ সালের ১৭ই এপ্রিল শুরু হবে [১০]
  ভারত (তামিলনাড়ু) চেন্নাই চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর [৫]
  ভারত (তেলেঙ্গানা) হায়দ্রাবাদ রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর [৫]
  ভারত (ত্রিপুরা) আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দর [৫]
  ভারত (উত্তরপ্রদেশ) লখনউ চৌধুরী চরণ সিং বিমানবন্দর [৫]
বারাণসী লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর [১১]
  ভারত (পশ্চিমবঙ্গ) বাগডোগরা বাগডোগরা বিমানবন্দর ২০২৩ সালের ১৭ই এপ্রিল শুরু হবে [১২]
কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ২০২৩ সালের ১৮ই মে শুরু হবে [১৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Akasa Air is finally in Indian skies, takes off first flight on Mumbai-Ahmedabad route. Other routes and more detail"www.livemint.com। ৭ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২২ 
  2. "You can fly Jhunjhunwala-backed Akasa Air from August 7; here are the routes, prices and other offerings"www.indianexpress.com। ২২ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২২ 
  3. "Akasa Air Flight Network | Akasa Air flight routes | Akasa Air"www.akasaair.com। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১২ 
  4. "Akasa Air announces two new routes, new flights"The Economic Times। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২২ 
  5. "Akasa Air Network"। Akasa Air। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২২ 
  6. "Akasa Air to launch flights from Delhi"Livemint। ৮ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২২ 
  7. "India's new Akasa Air commences operations, first flight starts on Mumbai-Ahmedabad route"The Economic Times। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২২ 
  8. "Akasa Air Flight Network | Akasa Air flight routes | Akasa Air"www.akasaair.com। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২২ 
  9. Joshi, Gaurav (২০২২-১১-০৩)। "Akasa Air Expands Network With Pune As 9th Destination"Simple Flying (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২২ 
  10. "Akasa Air Launches Flights to Bagdogra"। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২৩ 
  11. "Akasa Air to launch Varanasi flights"JetArena। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩ 
  12. "Akasa Air Launches Flights to Bagdogra"। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২৩ 
  13. "Akasa Air Launches Flights to Kolkata"। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২৩