আউন্স (ইংরেজি: Ounce) হল ওজন ও আয়তন পরিমাপের একক বিশেষ। ব্ৰিটিশ শাসনামলে প্ৰচলিত এই এককের ব্যবহার বৰ্তমান প্ৰায় অপ্ৰচলিত। সংক্ষেপে ‘১ আউন্স’ একক ‘1 Oz’ লেখা হয়। কঠিন পদাৰ্থের ওজন ক্ষেত্ৰে ১ আউন্স= প্ৰায় ২৮.৩৫ গ্ৰাম তরল পদাৰ্থের ওজনের ক্ষেত্ৰে ১ আউন্স= প্ৰায় ২৮.৪৩ ঘন সেন্টিমিটার।

আউন্স
একক পদ্ধতিইম্পেরিয়াল ব্যবস্থা
যার এককপরিমাপন
প্রতীক

ব্যুৎপত্তি সম্পাদনা

আউন্স প্রাচীন রোমান আনসিয়া থেকে উদ্ভূত, প্রাচীন রোমান একক পরিমাপের একটি একক যার ওজন প্রায় ২৭.৩৫ গ্রাম বা ০.৯৬৭ অ্যাভোয়ার্ডুপোইস আউন্স,[১] যা ছিল রোমান পাউন্ডের (লিব্রা) এক দ্বাদশাংশ (১⁄১২)।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Ronald Zupko। "Measurement system"Encyclopedia Britannica 
  2. "Charlton T. Lewis, Charles Short, A Latin Dictionary, uncĭa"www.perseus.tufts.edu। সংগ্রহের তারিখ ২০২৪-০১-৩০