অ্যানি হ্যাথাওয়ে (উইলিয়াম শেকসপিয়রের স্ত্রী)

অ্যানি হ্যাথাওয়ে (১৫৫৬ - ৬ই অগাষ্ট ১৬২৩) ছিলেন বিখ্যাত ইংরেজ কবি উইলিয়াম শেকসপিয়রের স্ত্রী। তাদের বিয়ে হয়েছিল ১৫৮২ সালে; তখন উইলিয়াম শেকসপিয়রের বয়স ছিল ১৮ এবং অ্যানি হ্যাথাওয়ের বয়স ছিল ২৬। অ্যানির গর্ভে শেকসপিয়রের তিনটি সন্তান হয়েছিল; তারা হলেন সুসান এবং হ্যামনেট ও জুডিথ নামে দুই যমজ।

অ্যানি হ্যাথাওয়ে
১৭০৮ সালে স্যার নাথানিয়েল কার্জন, ৪র্থ ব্যারনেট কর্তৃক অঙ্কিত অ্যানি হ্যাথাওয়ের চিত্র। স্যামুয়েল স্কোয়েনবাউমএর মতে এটি এলিজাবেথিয় চিত্র যদিও এর স্বপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা যায়নি।[১]
জন্ম১৫৫৬ (1556)
মৃত্যু৬ আগস্ট ১৬২৩(1623-08-06) (বয়স ৬৬–৬৭)
দাম্পত্য সঙ্গীউইলিয়াম শেকসপিয়র (বি. ১৫৮২; মৃ. ১৬১৬)
সন্তান

তথ্যসূত্র সম্পাদনা

  1. Schoenbaum, Samuel (১৯৮৭)। William Shakespeare: A Compact Documentary Life (Revised সংস্করণ)। Oxford: Oxford University Press। পৃষ্ঠা 92, 240। আইএসবিএন 0-19-505161-0