অস্কার বব

নরওয়েজীয় ফুটবলার

অস্কার বব (নরওয়েজীয়: Oscar Bobb; জন্ম: ১২ জুলাই ২০০৩) হলেন একজন নরওয়েজীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি এবং নরওয়ে জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

অস্কার বব
২০২৩ সালে ম্যানচেস্টার সিটির হয়ে বব
ব্যক্তিগত তথ্য
জন্ম (2003-07-12) ১২ জুলাই ২০০৩ (বয়স ২০)
জন্ম স্থান অসলো, নরওয়ে
উচ্চতা ১.৭৪ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ম্যানচেস্টার সিটি
জার্সি নম্বর ৫২
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:০১, ২৬ নভেম্বর ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৯ সালে, বব নরওয়ে অনূর্ধ্ব-১৬ দলের হয়ে নরওয়ের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় চার বছর যাবত নরওয়ের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৩ সালে নরওয়ের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; নরওয়ের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩ ম্যাচে ১টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

অস্কার বব ২০০৩ সালের ১২ই জুলাই তারিখে নরওয়ের অসলোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

বব নরওয়ে অনূর্ধ্ব-১৬, নরওয়ে অনূর্ধ্ব-১৭, নরওয়ে অনূর্ধ্ব-১৮, নরওয়ে অনূর্ধ্ব-১৯ এবং নরওয়ে অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে নরওয়ের প্রতিনিধিত্ব করেছেন। নরওয়ের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৪ বছরে ৩৪ ম্যাচে অংশগ্রহণ করে ৬টি গোল করেছেন।

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

২৬ নভেম্বর ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
নরওয়ে ২০২৩
সর্বমোট

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Manchester City Squad Players" [ম্যানচেস্টার সিটির খেলোয়াড়]। mancity.com (ইংরেজি ভাষায়)। ম্যানচেস্টার: ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব। ২৬ এপ্রিল ২০২৩। ২৬ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২৩ 
  2. "Manchester City FC Squad Information 2022/2023 – Premier League" [ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের দলের তথ্য ২০২২/২০২৩ – প্রিমিয়ার লিগ]। premierleague.com (ইংরেজি ভাষায়)। প্রিমিয়ার লিগ। ২৬ এপ্রিল ২০২৩। ২৬ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা