অসমীয়া ভাষাভাষী অনুযায়ী ভারতের রাজ্যসমূহ

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

অসমীয়া ভাষা হল ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের অন্তর্ভুক্ত ইন্দো-আর্য ভাষা। পূর্ব ভারতীয় মাগধী প্রাকৃত থেকে অসমীয়া ভাষার উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়।[১] এটি ভারতের আসাম রাজ্যের স্থানীয় এবং সরকারি ভাষা।[২] এছাড়াও ভারতের মেঘালয় এবং অরুণাচল প্রদেশ রাজ্যগুলিতে অসমীয়া ভাষাপ্রচলিত। ভারতের ২০১১ সালের জনগননা অনুযায়ী এটি মাতৃভাষীর সংখ্যা অনুসারে ভারতের ১২তম সর্বাধিক প্রচলিত ভাষা এবং ভারতে এই ভাষার বক্তার সংখ্যা ১ কোটি ৫৩ লক্ষ যা ভারতের মোট জনসংখ্যার ১.২৬%।[৩] মাতৃভাষী বক্তার সংখ্যা অনুসারে এই ভাষাটি বিশ্বের ৭৯তম সর্বাধিক প্রচলিত ভাষা[৪]

নিচের তালিকাটি অসমীয়া-ভাষী জনসংখ্যা অনুযায়ী ভারতীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা।

২০১১[৫] সম্পাদনা

ক্রম রাজ্য অসমীয়া ভাষাভাষী সংখ্যার শতকরা হার অসমীয়াভাষীর সংখ্যা জনসংখ্যা অনুযায়ী ক্রম
আসাম ৪৮.৩৮% ১৫০৯৫৭৯৭ ১ম
অরুণাচল প্রদেশ ৩.৯০% ৫৩৯৫১ ২য়
মেঘালয় ১.৩৪% ৩৯৬২৮ ৩য়
নাগাল্যান্ড ০.৮৭% ১৭২০১ ৪র্থ
দমন ও দিউ ০.৪৯% ১২০১ ২৬তম
দাদরা ও নগর হাভেলি ০.২৮% ৯৫৭ ৩০তম
সিকিম ০.১৪% ৮৪৮ ৩১তম
মিজোরাম ০.১২% ১২৬৬ ২৫তম
মণিপুর ০.০৯% ২৪৫৩ ১৮তম
১০ গোয়া ০.০৮% ১১০৭ ২৮তম
১১ জম্মু ও কাশ্মীর ০.০৭% ৮৩৪০ ৯ম
১২ ত্রিপুরা ০.০৬% ২১২৯ ১৯তম
১৩ দিল্লি ০.০৫% ৮৫৭৩ ৮ম
১৪ চণ্ডীগড় ০.০৪% ৪৩৫ ৩২তম
১৫ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ০.০৩% ১১৫ ৩৩তম
১৬ কেরল ০.০২% ৫৭৯৬ ১১তম
১৭ হরিয়ানা ০.০২% ৪২০৪ ১২তম
১৮ হিমাচল প্রদেশ ০.০২% ১০৪৯ ২৯তম
১৯ কর্ণাটক ০.০২% ৯৮৭১ ৭ম
২০ পাঞ্জাব ০.০২% ৪০৯০ ১৩তম
২১ উত্তরাখণ্ড ০.০২% ১৬৫৬ ২২তম
২২ মহারাষ্ট্র ০.০১% ১২৮৪২ ৫ম
২৩ পশ্চিমবঙ্গ ০.০১% ৭৩৪২ ১০ম
২৪ পুদুচেরি ০.০১% ৯০ ৩৪তম
২৫ উত্তরপ্রদেশ - ১০৩৫৬ ৬ষ্ঠ
২৬ গুজরাত - ৩৯৩৫ ১৪তম
২৭ রাজস্থান - ২৮৭৭ ১৫তম
২৮ অন্ধ্রপ্রদেশ - ২৬৪৮ ১৬তম
২৯ তামিলনাড়ু - ২৫৯৪ ১৭তম
৩০ বিহার - ২০৮৭ ২০তম
৩১ মধ্যপ্রদেশ - ১৮৭০ ২১তম
৩২ ছত্তিশগড় - ১৫৯৫ ২৩তম
৩৩ ঝাড়খণ্ড - ১৩২৪ ২৪তম
৩৪ ওড়িশা - ১১২৩ ২৭তম
৩৫ লাক্ষাদ্বীপ - ৩৫তম
ভারত ১.২৬% ১,৫৩,১১,৩৫১ দ্বাদশ প্রচলিত ভাষা

জেলাভিত্তিক পরিসংখ্যান[৬] সম্পাদনা

আসাম
  1. নলবাড়ি জেলা - ৬৬২৬৭৮ (৮৫.৮৮%)
  2. শিবসাগর জেলা - ৯৬৯৯০২ (৮৪.২৬%)
  3. যোরহাট জেলা - ৯১১১০৯ (৮৩.৪২%)
  4. গোলাঘাট জেলা - ৮৩৬৪২৬ (৭৮.৪০%)
  5. ডিব্রুগড় জেলা - ১০০৮১৮৪ (৭৬.০১%)
  6. কামরূপ জেলা - ১১২৯১৬১ (৭৪.৪১%)
  7. মরিগাঁও জেলা - ৬৯৯১১৪ (৭৩.০২%)
  8. ধুবড়ী জেলা - ১২৯২৫৪৭ (৬৭.৩৫%)
  9. নগাঁও জেলা - ১৭৭৪৫২১ (৬২.৮৪%)
  10. কামরূপ মহানগর জেলা - ৭২৫৬৭৯ (৫৭.৮৭%)
  11. লখিমপুর জেলা - ৬০২৩৫২ (৫৭.৮০%)
  12. গোয়ালপাড়া জেলা - ৫২২৩৩৪ (৫১.৮১%)
  13. দরং জেলা - ৪৫৭৬৯৬ (৪৯.২৯%)
  14. বঙাইগাঁও জেলা - ৩৬২০০৬ (৪৯.০০%)
  15. তিনসুকিয়া জেলা - ৬৩৪৮৬৩ (৪৭.৮১%)
  16. ধেমাজি জেলা - ২৬৯০০১ (৩৯.২১%)
  17. বাক্সা জেলা - ৩৫৮৮৪৭ (৩৭.৭৭%)
  18. বড়পেটা জেলা - ৬১২২৪৮ (৩৬.১৫%)
  19. শোণিতপুর জেলা - ৬৯৩৯৮৯ (৩৬.০৭%)
  20. কোকড়াঝাড় জেলা - ২১০৯৫০ (২৩.৭৮%)
  21. ওদালগুড়ি জেলা - ১৮৮০৯৭ (২২.৬২%)
  22. চিরাং জেলা - ৮৫১৩৩ (১৭.৬৬%)
  23. কার্বি আংলং জেলা - ৭৩৫৬২ (৭.৬৯%)
  24. ডিমা হাসাও জেলা - ৪০৫৭ (১.৮৯%)
অরুণাচল প্রদেশ
  1. লোহিত জেলা - ২১৩৯৬ (১৪.৬৮%)
  2. পাপুম পারে জেলা - ৮৭৬৮ (৪.৯৭%)
  3. পশ্চিম কামেং জেলা - ৩৫০০ (৪.১৭%)
  4. তাওয়াং জেলা - ১৯৪৩ (৩.৮৯%)
  5. নিম্ন দিবাং উপত্যকা জেলা - ২০২৭ (৩.৭৫%)
  6. চংলং জেলা - ৫১৮৩ (৩.৫০%)
  7. পূর্ব সিয়াং জেলা - ২৭৫২ (২.৭৭%)
  8. দিবাং উপত্যকা জেলা - ২১৬ (২.৭০%)
  9. নিম্ন সুবনসিরি জেলা - ১৯৪৯ (২.৩৫%)
  10. পশ্চিম সিয়াং জেলা - ২২১৫ (১.৯৭%)
  11. উচ্চ সিয়াং জেলা - ৬৩০ (১.৭৮%)
  12. তিরপ জেলা - ১৬৪০ (১.৪৬%)
  13. অঞ্জো জেলা - ২৮৭ (১.৩৬%)
  14. পূর্ব কামেং জেলা - ৭৫৪ (০.৯৬%)
  15. উচ্চ সুবনসিরি জেলা - ৫৬৪ (০.৬৮%)
মেঘালয়
  1. রী ভোঈ জেলা - ৭৯৬৫ (৩.০৮%)
  2. পূর্ব গারো পাহাড় জেলা - ৭৯১৯ (২.৪৯%)
  3. পশ্চিম গারো পাহাড় জেলা - ১২৭৩১ (১.৯৮%)
  4. পূর্ব খাসি পাহাড় জেলা - ১০০৯৪ (১.২২%)
নাগাল্যান্ড
  1. ডিমাপুর জেলা - ৮১৭৫ (২.১৬%)
  2. মোককচাং জেলা - ২৬৫৯ (১.৩৭%)
  3. কোহিমা জেলা - ২২০৯ (০.৮২%)
  4. ওখা জেলা - ১০৯৫ (০.৬৬%)
  5. মন জেলা - ১৪৭৮ (০.৫৯%)
দমন ও দিউ
  1. দমন জেলা - ১১৭৪ (০.৬১%)

২০০১ সম্পাদনা

২০০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী অসমীয়াভাষীর তালিকা নিম্নরূপ:[৭][৮]

রাজ্য ক্রম রাজ্য অসমীয়াভাষী সংখ্যা
ভারত ১,৩১,৬৮,৪৮৪
১.২৮%
জম্মু ও কাশ্মীর ৬০৭০
হিমাচল প্রদেশ ৪৪৭
পাঞ্জাব ২৯৮০
চণ্ডীগড় ২৭৩
উত্তরাখণ্ড ৮৫৪
হরিয়ানা ২০৪৮
দিল্লি ৬৩২৯
রাজস্থান ২২৬১
উত্তর প্রদেশ ৭৯২২
১০ বিহার ৬১৯
১১ সিকিম ৫৪৫
১২ অরুণাচল প্রদেশ ৫১৫৫১
১৩ নাগাল্যান্ড ১৬৮১৩
১৪ মণিপুর ১৪৫৬
১৫ মিজোরাম ৯৭৯
১৬ ত্রিপুরা ১২০৯
১৭ মেঘালয় ৩৬৫৭৬
১৮ আসাম ১৩০১০৪৭৮
১৯ পশ্চিমবঙ্গ ৭৮৩৫
২০ ঝাড়খণ্ড ৮৭৪
২১ ওড়িশা ৪৭৯
২২ ছত্তিশগড় ১৭৬
২৩ মধ্যপ্রদেশ ১২৪০
২৪ গুজরাত ১৫৭৬
২৫ দমন ও দিউ ২৬৫
২৬ দাদরা ও নগর হাভেলি ১২২
২৭ মহারাষ্ট্র ২৫১৬
২৮ অন্ধ্রপ্রদেশ ৮৪৫
২৯ কর্ণাটক ১৯২৫
৩০ গোয়া ১৯৫
৩১ লাক্ষাদ্বীপ
৩২ কেরল ৪২১
৩৩ তামিলনাড়ু ৫২৭
৩৪ পুদুচেরি ১১
৩৫ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ৬৭

তথ্যসূত্র সম্পাদনা

  1. "...the MIA languages are not younger than ('classical') Sanskrit. And a number of their morphophonological and lexical features betray the fact that they are not direct descendants of Rigvedic Sanskrit, the main basis of 'Classical' Sanskrit; rather they descend from dialects which, despite many similarities, were different from Rigvedic and in some regards even more archaic." (Oberlies 2007:163)
  2. "Secretariat Administration Department"। assam.gov.in। ২০ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৬ 
  3. "বক্তার সংখ্যা অনুসারে তফসিলভুক্ত ভাষা - ২০০১"ভারতের জনগননা। ২ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. Mikael Parkvall, "Världens 100 största språk 2007" (২০০৭-এ পৃথিবীর ১০০টি বৃহত্তম ভাষা), Nationalencyklopedin
  5. http://www.censusindia.gov.in/2011census/C-16.html
  6. https://censusindia.gov.in/2011Census/Language_MTs.html
  7. https://censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Language/parta.htm
  8. http://www.censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Language/Statement3.htm