অর্জুন চরণ হেমব্রম

সাঁওতালি সাহিত্যিক

অর্জুন চরণ হেমব্রম হলেন ভারতের ওড়িশার একজন সাঁওতালি লেখক ও ব্যাংকার। তিনি ২০১৩ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।

অর্জুন চরণ হেমব্রম
জন্ম১৯৫২
জাতীয়তাভারতীয়
পেশালেখক, ব্যাংকার

জীবনী সম্পাদনা

অর্জুন চরণ হেমব্রম ১৯৫২ সালে উড়িষ্যার ময়ুরভঞ্জ জেলার ঘাটকুয়ানরিতে জন্মগ্রহণ করেন।[১] তিনি সাঁওতালি সাহিত্য সাময়িকী চাই চম্পা র প্রতিষ্ঠাতা সম্পাদক।[২] এছাড়া, তিনি সাঁওতালি সাহিত্য সাময়িকী বাহাবোঙ্গা বের করেছেন।[১]

অর্জুন চরণ হেমব্রম ২০১৩ সালে তার রচিত চান্দা বোঙ্গা কাব্যগ্রন্থের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।[৩] তার রচিত লাদে সারজোমচান্দা বোঙ্গা শিরোনামের দুইটি গ্রন্থ উত্তর উড়িষ্যা বিশ্ববিদ্যালয় এবং সংঘ লোক সেবা আয়োগের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Santali Poet To Get Sahitya Akademi Award"Sambad English। ১৯ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৯ 
  2. "'I wish to reach out to tribals in the country through my books'"The Times of India। ২০ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৯ 
  3. "AKADEMI AWARDS (1955-2018)"Sahitya Akademi। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯