অরুণাচল প্রদেশের জনগোষ্ঠীসমূহ

অরুণাচল প্রদেশ-এ প্রায় ২০ টি মুখ্য জনগোষ্ঠী রয়েছে;[১] এদের মধ্যে অনেকগুলো উপ-জনগোষ্ঠীও আছে। এখানকার জনগোষ্ঠীসমূহের মধ্যে সামাজিক এবং সংস্কৃতিক ভিন্নতা দেখা যায়। জনগোষ্ঠীসমূহের নিজস্ব কিছু ঐতিহ্য রয়েছে। অরুণাচলেরজনগোষ্ঠী সমূহের মধ্যে শিল্পনৈপুণ্য দক্ষতা দেখা যায়। চিত্ৰকলা, মৃৎ-শিল্প (pottery), দারু-শিল্প (wood carving) এবং বাঁশ-বেতের কার্যে জনগোষ্ঠীদের কলাকৌশল দেখতে পাওয়া যায়।[১] কিছু জনগোষ্ঠীর লোকেরা বয়ন-শিল্প এবং দারু-শিল্পকে জীবিকা হিসেবে গ্ৰহণ করেছে। এসব জনগোষ্ঠী সমূহের অপর একটি বৈশিষ্ট্য হচ্ছে একতা-বদ্ধতা।

জনগোষ্ঠী সম্পাদনা

  • আদি
  • আপাতানি
  • বুগুন
  • হ্ৰোছ’
  • ছিংফ’(জনগোষ্ঠী)
  • খাম্বা এবং মেম্বা
  • মিচিমি

  • মনপা (জনগোষ্ঠী)
  • নিচি (জনগোষ্ঠী)
  • ছেৰ্ডুকপেন
  • তাগিন
  • খামতি (জনগোষ্ঠী)
  • য়ানছো (জনগোষ্ঠী)
  • নোক্তে
  • য়োবিন

  • চাকমা

আদি সম্পাদনা

আদি জনগোষ্ঠীর লোকেদের দুটা বিভাগ আছে: ব’গোম (Bogum) এবং ব’মি (Bomi)[২]

আপাতানি সম্পাদনা

 
আপাতানি মহিলা

বুগুন সম্পাদনা

হ্ৰোছ’ সম্পাদনা

ছিংফ’ সম্পাদনা

খাম্বা এবং মেম্বা সম্পাদনা

মিচিমি সম্পাদনা

ম’নপা সম্পাদনা

নিচি সম্পাদনা

 
নিচি জনগোষ্ঠী

খামতি সম্পাদনা

য়ানছ’ সম্পাদনা

নোক্তে সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্ৰ সম্পাদনা

  1. "অৰুণাচল প্ৰদেশৰ জনগোষ্ঠীসমূহৰ বিষয়ে"। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১২, ২০১২ 
  2. "আদি জনগোষ্ঠীৰ বিষয়ে"। ২৮ জুলাই ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১২, ২০১২