অমরেন্দ্রলাল নন্দী

অমরেন্দ্রলাল নন্দী (? - ২৪ এপ্রিল ১৯৩০) একজন ভারতের স্বাধীনতা আন্দোলনের স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং তিনি মাষ্টারদা সূর্য সেনের দলের সদস্য ও চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের একজন কিশোর বিপ্লবী ছিলেন। অমরেন্দ্রলাল নন্দীর জন্ম হয় বাংলাদেশের দেঙ্গাপাড়া গ্রামের চট্টগ্রাম জেলায়, পিতার নাম ছিল রসিকলাল নন্দী।[১]

অমরেন্দ্রলাল নন্দী
অমরেন্দ্রলাল নন্দী
মৃত্যু২৪ এপ্রিল ১৯৩০
ফেরিংবাজার, চট্টগ্রাম, ব্রিটিশ ভারত, (বর্তমান বাংলাদেশ বাংলাদেশ)
নাগরিকত্ব ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
 পাকিস্তান (১৯৬৪ সাল পর্যন্ত)
 ভারত
পেশারাজনীতিবিদ
পরিচিতির কারণব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী
রাজনৈতিক দলঅনুশীলন সমিতি
আন্দোলনব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন,

রাজনৈতিক কাজ সম্পাদনা

অমরেন্দ্রলাল নন্দী কিশোর বয়সে অনুশীলন সমিতির বিপ্লবী দলে যোগদান করেন।[২] মাষ্টারদা সূর্য সেনের বিপ্লবী দলের সঙ্গে যুক্ত হন। ১৯৩০ সালের ১৮ এপ্রিল মাষ্টারদা সূর্য সেনের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে তিনি অংশগ্রহণ করেছিলেন। ১৯৩০ সালের ২২ এপ্রিল বিপ্লবীরা যখন জালালাবাদ পাহাড়ে (চট্টগ্রাম সেনানিবাসের পাহাড়) অবস্থান করছিল সে সময় সশস্ত্র ইংরেজ সৈন্যরা তাদের আক্রমণ করে। দুই ঘণ্টার প্রচন্ড যুদ্ধে ব্রিটিশ বাহিনীর ৭০ থেকে ১০০ জন এবং বিপ্লবী বাহিনীর ১২ জন শহীদ হন। ব্রিটিশ সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে শহরে যাবার পথে দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এবং দুদিন পর অর্থাৎ ২৪ এপ্রিল চট্টগ্রাম শহরে এসে আত্মগোপন করেছিলেন, সেই সময় তাঁর অবস্থানের কথা জানতে পেরে যান ব্রিটিশ পুলিশরা এবং মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। [১][৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. স্বাধীনতা সংগ্রামী চরিতাভিধান - ডাঃ ননীগোপাল দেবদাস
  2. রায়, প্রকাশ (২০২১)। বিস্মৃত বিপ্লবী পঞ্চম খণ্ডচেন্নাই: নোশনপ্ৰেস চেন্নাই তামিলনাড়ু। পৃষ্ঠা ২০–২৫। আইএসবিএন 978-1-63920-116-7 
  3. CHOPRA, P. N. (১৯৬৯)। WHO'S WHO OF INDIAN MARTYRS VOL.I (ইংরেজি ভাষায়)। Ministry of Education and Youth Services, Government of India। আইএসবিএন 978-81-230-2180-5