অধিজঠর হার্নিয়া (ইংরেজি: epigastric hernia) হচ্ছে হার্নিয়ার এক প্রকার; যা অধিজঠরে (উরোস্থি এবং নাভির মাঝে উদরপেটের মধ্যরেখায় অবস্থিত) বৃদ্ধি পায়। অধিজঠর হার্নিয়া সাধারণত প্রাপ্তবয়স্ক অবস্থায় দেখা যায়।

Abdominal ultrasound of a midline epigastric hernia.[১]

মেদজনিত কারণের ফলে এটি মুলত সৃষ্টি হয়, যা ব্যথা এবং টিস্যুর ক্ষতি করতে পারে।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Bedewi, Mohamed Abdelmohsen; El-sharkawy, Mohamed (২০১৭)। "Imaging of Hernias"। ডিওআই:10.5772/intechopen.69163 
  2. Norton, Jeffrey A. (২০০৩)। Essential practice of surgery: basic science and clinical evidence। Berlin: Springer। পৃষ্ঠা 350আইএসবিএন 0-387-95510-0