অধরলাল সেন

বাঙালি কবি

অধরলাল সেন (২ মার্চ ১৮৫৫ — ৬ জানুয়ারি ১৮৮৫) হলেন বাঙালি সাহিত্যিক ও সরকারি কর্মকর্তা।[১] তার পৈতৃক নিবাসে আয়োজিত দুর্গাপূজা কলকাতার অন্যতম প্রধান ও প্রসিদ্ধ অনুষ্ঠান স্থল।[২]

অধরলাল সেন
জন্ম২ মার্চ ১৮৫৫
মৃত্যু৬ জানুয়ারি ১৮৮৫
পেশাডেপুটি কালেক্টর
পরিচিতির কারণসাহিত্যিক

জন্ম ও পারিবারিক পরিচিতি সম্পাদনা

অধরলাল ১৮৫৫ সালের ২ মার্চ তৎকালীন ব্রিটিশ ভারতের কলকাতার বেনিয়াটোলার শোভাবাজারে এক সুবর্ণবণিক পরিবারে জন্মগ্রহণ করেন।[২] তার পিতার নাম রামগোপাল দাস; আর্মেনিয়ান স্ট্রিটে তার সুতার কারবার ছিলো।[১]

শিক্ষাজীবন সম্পাদনা

তিনি হিন্দু স্কুল থেকে ১৮৭১ সালে প্রথম বিভাগে এনট্রান্স, কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে ১৮৭৩ সালে প্রথম বিভাগে এফএ এবং ১৮৭৭ সালে প্রথম বিভাগে বিএ পাস করেন।[১]

কর্মজীবন সম্পাদনা

তিনি ছিলেন একজন সরকারি কর্মকর্তা, ডেপুটী কালেকটরেট হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।[৩]

রচনাবলী সম্পাদনা

তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে:[১][৪]

  • ললিতা-সুন্দরী (কাব্য, ১৮৭৪);
  • ললিতাসুন্দরী ও কবিতাবলী (১৮৭৮);
  • মেনকা (গীতিকাব্য, ১৮৭৪);
  • নলিনী (কাব্য, ১৮৭৭);
  • কুসুম-কানন (কাব্য, ১৮৭৭);
  • The Shrines of Sitakund in the District of Chittagong in Bengal (গবেষণা গ্রন্থ, ১৮৮৪)।

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

তিনি Duff বৃত্তি পেয়েছিলে।[১] ১৮৮৪ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘ফেলো’ ও ‘ফ্যাকাল্টি অব আর্টস’-এর সভ্য নির্বাচিত হন।[২]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. শামীমা আক্তার (জানুয়ারি ২০০৩)। "সেন, অধরলাল"। সিরাজুল ইসলামবাংলাপিডিয়াঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশআইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৯ 
  2. "১৫০ বছর পার করেও অমলিন অধরলাল সেনের দুর্গাপুজো"ডেইলি হান্ট - অনলাইন। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৯ 
  3. "পাথুরিয়াঘাটা মল্লিক বাড়িতে শ্রীরামকৃষ্ণ ভাবসমাধি উৎসব"বার্তা টুডে - অনলাইন। ১৯ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৯ 
  4. "অধরলাল সেন - উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার"bn.wikisource.org। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৭